মা হওয়া (আঃ) পৃথিবীর প্রথম নারী এবং দ্বিতীয় মানুষ। উনি আমদের আদি পিতা হযরত আদম (আঃ) এর স্ত্রী ছিলেন। ইবনে আব্বাস (রাঃ) বলেন, আল্লাহ হওয়া (আঃ) কে সৃষ্টি করেছেন আদম (আঃ) এর বাম পাশের ক্ষুদ্রতম পাঁজর থেকে।
হাওয়া (আঃ) এর কবর পুরাতন জেদ্দার বালাদ শহরের পাশে অবস্থিত। আমরা যখন জিয়ারত করতে গিয়েছিলাম তখন কাউকেই কবরস্থানে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। এবং কবরস্থানের দরজা থেকেও ভিতরের কোন ছবি নেওয়ারও অনুমতি নেই। আমরা কবরস্থানের দরজা থেকে দোয়া করে চলে এসেছি।
যদিও এই কবরস্থানের ভিতরে মা হাওয়া (আঃ) এর কবর, এই বিষয় নিয়ে নিশ্চিত কোন নির্দেশনা নেই বা চিহ্নও নেই। সবগুলি কবরই প্রায় একই রকম।
No comments:
Post a Comment