হেরা গুহা, জাবাল আল-নূর বা আলোর পর্বতের চূড়ায় অবস্থিত। জাবাল আল-নূর কাবা থেকে প্রায় ৫+ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। এই হেরা গুহা সারা বিশ্বের মুসলমানদের জন্য অসাধারণ তাৎপর্য বহন করে, কারণ আমাদের নবীজি হযরত মুহাম্মদ (সাঃ) এই গুহায় ধ্যান করেছিলেন, এবং এখানেই তিনি ফেরেশতা জিবরাঈল (আঃ) মারফত তাঁর প্রথম ওহী পেয়েছিলেন, যার মধ্যে সূরা আল-আলাকের প্রথম পাঁচটি আয়াত ছিল।
এটি মক্কার অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ। পর্বতটি নিজেই ৬৪০ মিটার (২১০০ ফুট) লম্বা; তবুও গুহায় পৌছাতে এক থেকে দুই ঘণ্টা সময় লাগে। শীর্ষে ১৭৫০-টি ধাপ রয়েছে যা এমনকি একজন শক্ত-সামর্থ্য ব্যক্তির জন্যও আধা থেকে একঘণ্টা সময় লেগে যেতে পারে। আপনারা একদম কনফিডেন্ট না হয়ে কখনোই উপরে ওঠার চেষ্টা করবেন না, কারণ উপরে ওঠাটা বেশ কষ্টসাধ্য। এর থেকেও বোঝা যায় যে আমাদের নবীজি ধর্ম এবং উম্মতের জন্য কতই না কষ্ট এবং ত্যাগ স্বীকার করেছেন।
আলহামদুলিল্লাহ, আল্লাহতায়ালা আমাকে পর্বতের চূড়ায় উঠে হেরা গুহার ভিতরে প্রবেশ করে সিজদাহ, দোয়া এবং পাশে ২ রাকাত নামাজ আদায় করার তৌফিক দান করেছেন। আমীন
No comments:
Post a Comment