ইবনে আব্বাস (রাঃ) একজন গুরুত্বপূর্ণ সাহাবী ছিলেন। উনি একজন বিখ্যাত মুফাসসির বা কুরআনের ব্যাখ্যাকারী ছিলেন। উনাকে জ্ঞানীদের জ্ঞানী বলা হয়। একজন মুফাসসিরের ১৫ টি বিষয়ে জ্ঞান এবং দক্ষতা থাকতে হয়। জুম্মা বা ঈদ বা অন্যান্য খুতবায় যে কয়েকজন বিখ্যাত সাহাবীর নাম পাঠ করা হয়, তার মধ্যে উনিও একজন। সম্পর্কে উনি আমাদের নবীজির চাচাতো ভাই ছিলেন।
মসজিদটি তায়েফ শহরের মাঝামাঝি আলমানতিকা আলমারকাজিয়ায় অবস্থিত। কিং ফয়সাল টানেলের ঠিক পশ্চিমে অবস্থিত। দু'বার তায়েফ ভ্রমনে এই মসজিদে দু'বার নামাজ আদায় করার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ।
ইবনে আব্বাস (রাঃ) এর কবরস্থান মসজিদটির উত্তর পূর্ব কোনে মসজিদের প্রবেশ পথের পাশে অবস্থিত। কবরস্থানটির চতুর্দিকে দেয়াল দিয়ে ঢাকা।
আপনারা তায়েফ ভ্রমণ করলে অবশ্যই ইবনে আব্বাস (রাঃ) মসজিদ ও উঁনার কবরস্থান জিয়ারত এবং মসজিদে দুই রাকাত নামাজ আদায় করবেন।
No comments:
Post a Comment