১. আমাদের নবীজি হযরত মুহাম্মদ (সাঃ)-এর দাদা আব্দুল মুত্তালিব এর বাড়ি - উনার বাড়িটি মসজিদ আল হারাম থেকে উত্তর পূর্বে অবস্থিত। বর্তমানে এটি লাইব্রেরী হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই স্থানটাই যে উনার বাড়ি এর কোন শক্তিশালী রেফারেন্স নেই; বরং অনেকটাই অনুমানের উপর ভিত্তি করে চিহ্নিত করা।
২. সৌদি রাজ পরিবারসহ অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদের বাসভবন বিশেষ করে হজ্জ্ব এবং ওমরার জন্য মক্কাতে অবস্থানকালে। এটি মসজিদ আল হারামের পূর্ব দিকে অবস্থিত।
৩. জমজম কুপটি মসজিদ আল হারামের দক্ষিণ পূর্বে অবস্থিত। এটি জমজম কূপের একটি শাখা তৈরি করা হয়েছে, যা উত্তর পূর্বে অবস্থিত।
৪. এটি হচ্ছে কুখ্যাত কাফের আবু জেহেলের বাড়ি, যা বর্তমানে হাজী সাহেবদের টয়লেট হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটি মসজিদ আল হারামের উত্তর-পূর্বে অবস্থিত।
৫. লাল তীর চিহ্নিত স্থানটিতে আইয়ামে জাহিলিয়াতের যুগে কন্যা সন্তানদের জীবন্ত কবর দেওয়া হতো। এটি মসজিদ আল হারামের পশ্চিমে অবস্থিত।
No comments:
Post a Comment