মসজিদে আয়েশা, ক্বাবা শরীফ থেকে ৫ কিলোমিটার উত্তরে অবস্থিত। এই মসজিদ থেকে আমাদের নবীজী হযরত মুহাম্মদ (সাঃ)-এর স্ত্রী আয়েশা (রাঃ) ইহরাম বেঁধে উমরাহ পালন করেছিলেন। এই মসজিদটি মসজিদে তানীম বা তানীম মসজিদ নামেও পরিচিত এবং ওমরাহ ও হজ্জের আচার পালনকারী তীর্থযাত্রীদের জন্য একটি বিখ্যাত গন্তব্য।
ওমরাহ এবং হজ্জের পবিত্র তীর্থযাত্রার জন্য মক্কায় অবস্থানকারীদের জন্য মসজিদ আয়েশা একটি মিকাত হিসাবে কাজ করে। ওমরাহ ও হজ্জ করার সময় ইহরাম হল পবিত্র অবস্থা এবং এটি করা ফরজ, অন্যথায় ওমরাহ ও হজ্জ শুরু করা যাবে না বা আদায় হবে না। নির্দিষ্ট মীকাতের যেকোন একটিতে ইহরামের পোশাক পরিবর্তন তথা ইহরাম বাঁধ-তে হবে।
No comments:
Post a Comment