মসজিদ আল জীন এবং মসজিদ আল ফাতাহ, বাইতুল্লাহ বা কাবা শরীফ হতে ৫০০ মিটার বা ০.৫ কিলোমিটার উত্তরে অবস্থিত।
মসজিদ আল জীন সেই জায়গায় নির্মিত যেখানে একদল জীন এক রাতে জড়ো হয়েছিলেন আমাদের নবীজি হযরত মুহাম্মদ (সাঃ) এর কুরআন তেলাওয়াত শোনার জন্য। সেখানে জীনদের দলের নেতা সহ সকল সদস্য নবীজির সাথে সাক্ষাৎ করেছিলেন এবং উনার কাছে ইসলামের ও বায়াতের বা আনুগত্যের শপথ গ্রহণ করেছিলেন। ঘটনাটি পবিত্র কুরআনের সূরা আল-জিনে উল্লেখ করা হয়েছে।
মসজিদ আল ফাতাহ, মসজিদ আল জিনের পাশাপাশি অল্প কিছু দূরে অবস্থিত। কথিত আছে, আমাদের নবীজি হযরত মুহাম্মদ (সাঃ) বাইতুল্লাহ বা কাবা বিজয়ের পথিমধ্যে মসজিদ আল ফাতাহ-তে অবস্থান করেছিলেন।
নবীজির প্রথম স্ত্রী খাদিজা (রাঃ) মক্কার জান্নাতুল মোয়াল্লা কবরস্থানে শায়িত আছেন। তিনি নারীদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন। এই কবরস্থানে আমাদের নবীজির অনেক আত্মীয়স্বজনেরও কবর রয়েছে। এই কবরস্থানটি মসজিদ আল জীন-এর পিছনে অবস্থিত। আলহামদুলিল্লাহ।
No comments:
Post a Comment