আমাদের নবীজি অনেক আশা নিয়ে ইসলামের দাওয়াত দিতে তায়েফে গমন করেছিলেন। তায়েফবাসী নবীজির ইসলামের দাওয়াত গ্রহণ করেনি, বরং শিশুদের পিছনে লেলিয়ে দিয়েছিল এবং পাথর মেরে মেরে উনাকে রক্তাক্ত করে ফেলেছিল।
আহত অবস্থায় উনি এক ইহুদির আঙ্গুর বাগানে বিশ্রাম নিয়েছিলেন এবং ওই ইহুদির এক গোলাম যার নাম আদ্দাস নবীজির খেদমত করেছিলেন। উনাকে আঙ্গুরের শরবত খাইয়েছিলেন। আমাদের নবীজি যে স্থানে বিশ্রাম নিয়েছিলেন বর্তমানে ঐ স্থানে একটি মসজিদ অবস্থিত, যা মসজিদে আদ্দাস নামে পরিচিত।
আলহামদুলিল্লাহ, আল্লাহপাক আমাকে সেই আঙ্গুর বাগানের জায়গায় (বর্তমানে আঙ্গুর বাগানটি আর নেই) এবং মসজিদে আদ্দাস-এ যাওয়ার তৌফিক দান করেছিলেন। আমীন।
আপনারা তায়েফে ভ্রমণ করলে অবশ্যই এই স্থানগুলো জিয়ারত করবেন।
No comments:
Post a Comment