হজ্জ পালন করার চেয়ে, হজ্জ পরবর্তী নিজের জীবন পরিবর্তন আবশ্যক, যেমনটা স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। আল্লাহ সবার হজ্জ কবুল করুক এবং ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন।
আলহামদুলিল্লাহ, আল্লাহতায়ালা এর নিকট কোটি কোটি শুকরিয়া হজ্জ পালন করে আজ (১৮ই জুলাই, ২০২৩) বাড়ী ফিরে এসেছি। জীবনের সবচেয়ে সুন্দর, ব্যস্ততম এবং কষ্টের সময় পার করলাম। আল্লাহ্ আমাদের সকলের এই পবিত্র কাজের প্রতিদান দান প্রদান করুন। আল্লাহতালা তার ঘরে আমাদের সকলের আসার সুযোগ করে দিক, বার বার আসার আর্থিক, শারীরিক ও মনের উচ্চাশা বাড়িয়ে দিক। আমীন।
No comments:
Post a Comment