Sunday, July 30, 2023

আলহামদুলিল্লাহ, হজ্জ পালন শেষে নিজ দেশে ফেরত...

হজ্জ পালন করার চেয়ে, হজ্জ পরবর্তী নিজের জীবন পরিবর্তন আবশ্যক, যেমনটা স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। আল্লাহ সবার হজ্জ কবুল করুক এবং ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন।

আলহামদুলিল্লাহ, আল্লাহতায়ালা এর নিকট কোটি কোটি শুকরিয়া হজ্জ পালন করে আজ (১৮ই জুলাই, ২০২৩) বাড়ী ফিরে এসেছি। জীবনের সবচেয়ে সুন্দর, ব্যস্ততম এবং কষ্টের সময় পার করলাম। আল্লাহ্‌ আমাদের সকলের এই পবিত্র কাজের প্রতিদান দান প্রদান করুন। আল্লাহতালা তার ঘরে আমাদের সকলের আসার সুযোগ করে দিক, বার বার আসার আর্থিক, শারীরিক ও মনের উচ্চাশা বাড়িয়ে দিক। আমীন।

মা হাওয়া (আঃ) এর কবর জিয়ারত...

মা হওয়া (আঃ) পৃথিবীর প্রথম নারী এবং দ্বিতীয় মানুষ। উনি আমদের আদি পিতা হযরত আদম (আঃ) এর স্ত্রী ছিলেন। ইবনে আব্বাস (রাঃ) বলেন, আল্লাহ হওয়া (আঃ) কে সৃষ্টি করেছেন আদম (আঃ) এর বাম পাশের ক্ষুদ্রতম পাঁজর থেকে।

হাওয়া (আঃ) এর কবর পুরাতন জেদ্দার বালাদ শহরের পাশে অবস্থিত। আমরা যখন জিয়ারত করতে গিয়েছিলাম তখন কাউকেই কবরস্থানে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। এবং কবরস্থানের দরজা থেকেও ভিতরের কোন ছবি নেওয়ারও অনুমতি নেই। আমরা কবরস্থানের দরজা থেকে দোয়া করে চলে এসেছি। 

যদিও এই কবরস্থানের ভিতরে মা হাওয়া (আঃ) এর কবর, এই বিষয় নিয়ে নিশ্চিত কোন নির্দেশনা নেই বা চিহ্নও নেই। সবগুলি কবরই প্রায় একই রকম।

মসজিদে আয়েশা জিয়ারত...

মসজিদে আয়েশা, ক্বাবা শরীফ থেকে ৫ কিলোমিটার উত্তরে অবস্থিত। এই মসজিদ থেকে আমাদের নবীজী হযরত মুহাম্মদ (সাঃ)-এর স্ত্রী আয়েশা (রাঃ) ইহরাম বেঁধে উমরাহ পালন করেছিলেন। এই মসজিদটি  মসজিদে তানীম বা তানীম মসজিদ নামেও পরিচিত এবং ওমরাহ ও হজ্জের আচার পালনকারী তীর্থযাত্রীদের জন্য একটি বিখ্যাত গন্তব্য। 

ওমরাহ এবং হজ্জের পবিত্র তীর্থযাত্রার জন্য মক্কায় অবস্থানকারীদের জন্য মসজিদ আয়েশা একটি মিকাত হিসাবে কাজ করে। ওমরাহ ও হজ্জ করার সময় ইহরাম হল পবিত্র অবস্থা এবং এটি করা ফরজ, অন্যথায় ওমরাহ ও হজ্জ শুরু করা যাবে না বা আদায় হবে না। নির্দিষ্ট মীকাতের যেকোন একটিতে ইহরামের পোশাক পরিবর্তন তথা ইহরাম বাঁধ-তে হবে।

হেরা গুহায় জিয়ারত...

হেরা গুহা, জাবাল আল-নূর বা আলোর পর্বতের চূড়ায় অবস্থিত। জাবাল আল-নূর  কাবা থেকে প্রায় ৫+ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।  এই হেরা গুহা সারা বিশ্বের মুসলমানদের জন্য অসাধারণ তাৎপর্য বহন করে, কারণ আমাদের নবীজি হযরত মুহাম্মদ (সাঃ) এই গুহায় ধ্যান করেছিলেন, এবং এখানেই তিনি ফেরেশতা জিবরাঈল (আঃ) মারফত তাঁর প্রথম ওহী পেয়েছিলেন, যার মধ্যে সূরা আল-আলাকের প্রথম পাঁচটি আয়াত ছিল। 

এটি মক্কার অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ। পর্বতটি নিজেই ৬৪০ মিটার (২১০০ ফুট) লম্বা;  তবুও গুহায় পৌছাতে এক থেকে দুই ঘণ্টা সময় লাগে।  শীর্ষে ১৭৫০-টি ধাপ রয়েছে যা এমনকি একজন শক্ত-সামর্থ্য ব্যক্তির জন্যও আধা থেকে একঘণ্টা সময় লেগে যেতে পারে। আপনারা একদম কনফিডেন্ট না হয়ে কখনোই উপরে ওঠার চেষ্টা করবেন না, কারণ উপরে ওঠাটা বেশ কষ্টসাধ্য। এর থেকেও বোঝা যায় যে আমাদের নবীজি ধর্ম এবং উম্মতের জন্য কতই না কষ্ট এবং ত্যাগ স্বীকার করেছেন।

আলহামদুলিল্লাহ, আল্লাহতায়ালা আমাকে পর্বতের চূড়ায় উঠে হেরা গুহার ভিতরে প্রবেশ করে সিজদাহ, দোয়া এবং পাশে ২ রাকাত নামাজ আদায় করার তৌফিক দান করেছেন। আমীন

Tuesday, July 11, 2023

মসজিদ আল জীন, মসজিদ আল ফাতাহ এবং আমাদের নবীজির প্রথম স্ত্রী খাদিজা (রাঃ) এর কবর জিয়ারত...

মসজিদ আল জীন এবং মসজিদ আল ফাতাহ, বাইতুল্লাহ বা কাবা শরীফ হতে ৫০০ মিটার বা ০.৫ কিলোমিটার উত্তরে অবস্থিত। 

মসজিদ আল জীন সেই জায়গায় নির্মিত যেখানে একদল জীন এক রাতে জড়ো হয়েছিলেন আমাদের নবীজি হযরত মুহাম্মদ (সাঃ) এর কুরআন তেলাওয়াত শোনার জন্য। সেখানে জীনদের দলের নেতা সহ সকল সদস্য নবীজির সাথে সাক্ষাৎ করেছিলেন এবং উনার কাছে ইসলামের ও বায়াতের বা আনুগত্যের শপথ গ্রহণ করেছিলেন। ঘটনাটি পবিত্র কুরআনের সূরা আল-জিনে উল্লেখ করা হয়েছে।

মসজিদ আল ফাতাহ, মসজিদ আল জিনের পাশাপাশি অল্প কিছু দূরে অবস্থিত। কথিত আছে, আমাদের নবীজি হযরত মুহাম্মদ (সাঃ) বাইতুল্লাহ বা কাবা বিজয়ের পথিমধ্যে মসজিদ আল ফাতাহ-তে  অবস্থান করেছিলেন।

নবীজির প্রথম স্ত্রী খাদিজা (রাঃ) মক্কার জান্নাতুল মোয়াল্লা কবরস্থানে শায়িত আছেন। তিনি নারীদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন। এই কবরস্থানে আমাদের নবীজির অনেক আত্মীয়স্বজনেরও কবর রয়েছে। এই কবরস্থানটি মসজিদ আল জীন-এর পিছনে অবস্থিত। আলহামদুলিল্লাহ।

Saturday, July 8, 2023

Tour at Red Sea Beach, Jeddah, Saudi Arabia

It was a very pleasant and charming tour at Red Sea Beach, Jeddah; especially for the valuable time as well as adorable hospitality from brother & ex-colleague Shohel Ahmed Mostafa Bhai

Friday, July 7, 2023

মসজিদ আল খাইফ, মিনা জিয়ারত...

"আল খাইফ" একটি আরবি শব্দ।  এর আক্ষরিক অর্থ বা বোঝায় "যা জলের স্রোতের উপরে উঠেছে এবং পাহাড়ের প্রস্থের সাথে ঝুঁকেছে।"  সহজ ভাষায়, আল খাইফ বলতে দুটি পাহাড়ের তলদেশের মধ্যবর্তী উঁচু জমিকে বোঝায়।  মসজিদ আল খাইফ হল একটি বিখ্যাত উপাসনার স্থান যা মিনার প্রান্তে আল-ধিবা'আ পর্বতের গোড়ায় অবস্থিত। মিনা তাঁবুর শহর নামেও পরিচিত।

বেশ কিছু নথিভুক্ত হাদিস এবং বর্ণনার ভিত্তিতে, মসজিদ আল খাইফ হল সেই জায়গা যেখানে হযরত মুসা (আঃ) এবং আমাদের নবীজি হযরত মুহাম্মদ (সাঃ) সহ ৭০ জন নবী নামাজ আদায় করেছিলেন, তাই এটিকে "নবীদের মসজিদ" নাম দেওয়া হয়েছে।

এখানে আমাদের নবীজি হযরত মুহাম্মদ (সাঃ) চূড়ান্ত হজ্জ করার সময় তার একটি ভাষণ দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ।