Tuesday, August 5, 2025

একটি জাতির মূল্যবোধ, শিষ্টাচার, কর্তব্যপরায়ণতা, জবাবদিহিতা ও দায়িত্ববোধের প্রতিচ্ছবি।

৩০ জুলাই ২০২৫ — রাশিয়ার পূর্ব উপকূলে, কামচাটকা উপদ্বীপ সংলগ্ন পেট্রোপাভলোভস্ক-কামচাটস্কি শহরের প্রায় ১২৫–১৩৬ কিমি দক্ষিণ-পূর্বে একটি ভয়াবহ ৮.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূকম্পনের গভীরতা ছিল মাত্র ১৯.৩ কিমি, যা এটিকে আরও বিধ্বংসী করে তোলে। আধুনিক কালের ইতিহাসে এটিকে শীর্ষ ছয়টি শক্তিশালী ভূমিকম্পের একটি হিসেবে ধরা হচ্ছে।

এই প্রাকৃতিক দুর্যোগের ঠিক মুহূর্তেই, পেট্রোপাভলোভস্কের একটি হাসপাতালে রুশ চিকিৎসক দল একটি জটিল অস্ত্রোপচারে নিয়োজিত ছিলেন। মাটির তীব্র কম্পন, কাঁচ ভেঙে পড়া, যন্ত্রপাতির কাঁপুনির মাঝেও তাঁরা দায়িত্ব থেকে একচুলও বিচ্যুত হননি। জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও তাঁরা তাদের নৈতিক দায়িত্ব ও পেশাদারিত্ব বজায় রেখে, রোগীর প্রাণ বাঁচাতে চিকিৎসা চালিয়ে যান।

এই ঘটনা শুধু চিকিৎসাবিজ্ঞানের নয়, বরং একটি জাতির মূল্যবোধ, শিষ্টাচার, কর্তব্যপরায়ণতা, জবাবদিহিতা ও দায়িত্ববোধের প্রতিচ্ছবি।

আমি এই প্রসঙ্গে আর কিছু বলতে চাই না — বিশেষ একটি দেশের কথা উল্লেখ করতেও চাই না।
বাকিটা আপনার বিবেক, চেতনা ও বাস্তবতা বুঝে নিজেই ভেবে নিন।

https://www.facebook.com/share/r/16noFQHUpG/

No comments:

Post a Comment