জাবালে জিন বা Jinn Mountain বা জিন পাহাড়, মসজিদে নববী থেকে ৩৪ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত।
এটি মদিনার অন্যতম একটি আশ্চর্যজনক স্থান কারণ সেখান থেকে ফেরার পথে রাস্তার মধ্যে মধ্যাকর্ষণ শক্তি স্বয়ংক্রিয়ভাবে বা অটোমেটিকলি কাজ করে।
আসলে এই রাস্তাটি বেশ ঢালু অনেকটা খাড়া প্রকৃতির। রাস্তাটি এতটাই ঢালু এবং খাড়া প্রকৃতির যে, ফেরার পথে গাড়ি বা বাসের ইঞ্জিন বন্ধ থাকলেও গাড়ি বা বাসের স্পিড ১২০ কিলোমিটার অতিক্রম করে ফেলে। আমি নিজের চোখে সরাসরি পর্যবেক্ষণ করেছি এবং একটি ভিডিও দিয়েছি।
মূলত, পারিপার্শ্বিক সারি সারি পাহাড় গুলোর অবস্থানের কারণে, এটি অপটিক্যাল ইল্যুশন বা দৃষ্টিভ্রম এর উদ্দ্রেক ঘটায়। যার ফলে পথচারীদের বা গাড়ি বা বাসের ড্রাইভারদের জাবালে জিন যেতে বা ফেরার পথে পুরোটাই সমতল ভূমি মনে হয়। এটাই আশ্চর্যজনক প্রাকৃতিক বিষয় এবং মহান আল্লাহ-তাআলার কুদরত। আলহামদুলিল্লাহ...
No comments:
Post a Comment