Saturday, June 24, 2023

মসজিদে কিবলা-তাইন বা দুই কিবলার মসজিদ জিয়ারত...

মসজিদে কিবলা-তাইন বা দুই কিবলার মসজিদ মসজিদে নববী, মদিনা থেকে ৭.৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। এই মসজিদটিও ইসলামের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ। 

প্রথমদিকে মুসলমানদের কিবলা ছিল আল-আকসা মসজিদের দিকে যা ফিলিস্তিনের জেরুজালেম শহরে অবস্থিত। পরে আল্লাহর হুকুমে কিবলা, ক্বাবা শরীফের দিকে নির্ধারিত হয় এবং সর্বপ্রথম এই মসজিদে ক্বাবা শরীফের দিকে কিবলা নির্ধারণ করে নামাজ পড়ানো হয়। এজন্যই এই মসজিদকে কিবলা-তাইন বা দুই কিবলার মসজিদ বলা হয়।

আল্লাহ তা'য়ালা আমাদের সকলকে মসজিদে নববী এবং মসজিদে কিবলা-তাইনে যাওয়ার তৌফিক দান করুন। আমীন।

No comments:

Post a Comment