ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান বিন আফফান (রাদিয়াল্লাহু তা'আলা আনহু) তৎকালীন মদীনার অন্যতম একজন ধনী ব্যক্তি ছিলেন। তিনি প্রচুর অর্থবিত্ত এবং ধন-সম্পদের মালিক ছিলেন। এত অর্থবিত্ত এবং ধন-সম্পদ থাকা সত্ত্বেও, তিনি সর্বদাই আল্লাহর আনুগত্য এবং নবীজীর অনুকরণ-অনুসরণে মত্ত ছিলেন। প্রচুর অর্থবিত্ত এবং ধন-সম্পদ একটি মুহূর্তের জন্যও তাঁকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের থেকে দূরে সরে যেতে দেয়নি। এ সম্বন্ধীয় একটি আয়াত পবিত্র কোরআনে বর্ণিত আছে।
এসকল ধন-সম্পদের মধ্যে উনার খেজুর বাগানও ছিল। আলহামদুলিল্লাহ, উনার খেজুর বাগান জিয়ারতের সৌভাগ্য হয়েছিল এবং বাগানের খেজুর খাওয়া ও কিছু ক্রয় করারও সৌভাগ্য হয়েছিল।
এই বাগানগুলো তিঁনি ইসলামের জন্য আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলেন।
No comments:
Post a Comment