Saturday, June 24, 2023

মসজিদে কুবা জিয়ারত...

মসজিদে কুবা মসজিদে নববী, মদিনা থেকে মাত্র ৪ কিলোমিটার দক্ষিনে অবস্থিত। এই মসজিদটি ইসলামের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ, কেননা আমাদের নবীজি হযরত মুহাম্মদ (সাঃ) মদিনায় হিজরতের সময় সর্বপ্রথম এই স্থানটিতে অবস্থান করেছিলেন এবং নামাজ আদায় করেছিলেন। মদিনার আনসাররা বা সাহায্যকারীরা এখানে এসে নবীজিকে সহায়তা করেছিলেন। সম্ভবত এটিই মদিনার প্রথম মসজিদ। 

এই মসজিদে এসে দুই রাকাত নামাজ আদায় করলে একটি পূর্ণাঙ্গ ওমরের সব হাসিল করা বা পাওয়া যায়। আপনারা যারা মদীনায় জিয়ারত বা ভ্রমণ করবেন, তাঁরা মসজিদে নববীতে ফরজ নামাজ আদায় করার পর অবশ্যই মসজিদে কুবায় যাওয়ার চেষ্টা করবেন এবং দুই রাকাত নামাজ আদায় করবেন, বিশেষ করে ফজরের নামাজের পর। 

আল্লাহ তা'য়ালা আমাদের সকলকে মসজিদে নববী এবং মসজিদে কুবায় যাওয়ার তৌফিক দান করুন। আমীন।

No comments:

Post a Comment