Thursday, June 29, 2023

জান্নাত আল-বাকী' কবরস্থান (মদিনা) জিয়ারত...

জান্নাত আল-বাকী' হল মদিনার প্রাচীনতম কবরস্থান।  এটি মসজিদে নববীর ঠিক দক্ষিণ-পূর্বে অবস্থিত, যেখানে আমাদের নবীজি হযরত মুহাম্মদ (সা:) এর পরিবার সহ অসংখ্য সাহাবীদের কবর রয়েছে। যার মধ্যে ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান বিন আফফান (রাঃ),  নবীজির কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তা'আলা আনহা-এর কবরও রয়েছে। 

হাজী সাহেবদের মধ্যে যদি কেউ মদিনায় ইন্তেকাল করেন বা মারা যান তাহলে উনাকে এই জান্নাতুল বাকিতে দাফন করানো হয়। আলহামদুলিল্লাহ, এটা সত্যিই সৌভাগ্যের ব্যাপার।

Wednesday, June 28, 2023

EID Mubarak to All...

Though I am far away from my family, nearest and dearest, however best wishes and Dua's for all of you, your families, dearest and nearest for all the time. I would also express my gratitude to all of you for your Dua's that I already have the best EID in my life. Also please Dua's for us so that Allah accept all of our Hajj and grant us (Muslim) to visit Baitullah for Hajj as well as Masjid Nawabi to convey Salam to our prophet Muhammed (SA) along with Sahaba Ajmain.

Saturday, June 24, 2023

মসজিদে কিবলা-তাইন বা দুই কিবলার মসজিদ জিয়ারত...

মসজিদে কিবলা-তাইন বা দুই কিবলার মসজিদ মসজিদে নববী, মদিনা থেকে ৭.৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। এই মসজিদটিও ইসলামের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ। 

প্রথমদিকে মুসলমানদের কিবলা ছিল আল-আকসা মসজিদের দিকে যা ফিলিস্তিনের জেরুজালেম শহরে অবস্থিত। পরে আল্লাহর হুকুমে কিবলা, ক্বাবা শরীফের দিকে নির্ধারিত হয় এবং সর্বপ্রথম এই মসজিদে ক্বাবা শরীফের দিকে কিবলা নির্ধারণ করে নামাজ পড়ানো হয়। এজন্যই এই মসজিদকে কিবলা-তাইন বা দুই কিবলার মসজিদ বলা হয়।

আল্লাহ তা'য়ালা আমাদের সকলকে মসজিদে নববী এবং মসজিদে কিবলা-তাইনে যাওয়ার তৌফিক দান করুন। আমীন।

মসজিদে কুবা জিয়ারত...

মসজিদে কুবা মসজিদে নববী, মদিনা থেকে মাত্র ৪ কিলোমিটার দক্ষিনে অবস্থিত। এই মসজিদটি ইসলামের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ, কেননা আমাদের নবীজি হযরত মুহাম্মদ (সাঃ) মদিনায় হিজরতের সময় সর্বপ্রথম এই স্থানটিতে অবস্থান করেছিলেন এবং নামাজ আদায় করেছিলেন। মদিনার আনসাররা বা সাহায্যকারীরা এখানে এসে নবীজিকে সহায়তা করেছিলেন। সম্ভবত এটিই মদিনার প্রথম মসজিদ। 

এই মসজিদে এসে দুই রাকাত নামাজ আদায় করলে একটি পূর্ণাঙ্গ ওমরের সব হাসিল করা বা পাওয়া যায়। আপনারা যারা মদীনায় জিয়ারত বা ভ্রমণ করবেন, তাঁরা মসজিদে নববীতে ফরজ নামাজ আদায় করার পর অবশ্যই মসজিদে কুবায় যাওয়ার চেষ্টা করবেন এবং দুই রাকাত নামাজ আদায় করবেন, বিশেষ করে ফজরের নামাজের পর। 

আল্লাহ তা'য়ালা আমাদের সকলকে মসজিদে নববী এবং মসজিদে কুবায় যাওয়ার তৌফিক দান করুন। আমীন।

Wednesday, June 21, 2023

জাবালে জিন বা Jinn Mountain বা জিন পাহাড়...

জাবালে জিন বা Jinn Mountain বা জিন পাহাড়, মসজিদে নববী থেকে ৩৪ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত। 
এটি মদিনার অন্যতম একটি আশ্চর্যজনক স্থান কারণ সেখান থেকে ফেরার পথে রাস্তার মধ্যে মধ্যাকর্ষণ শক্তি স্বয়ংক্রিয়ভাবে বা অটোমেটিকলি কাজ করে।

আসলে এই রাস্তাটি বেশ ঢালু অনেকটা খাড়া প্রকৃতির। রাস্তাটি এতটাই ঢালু এবং খাড়া প্রকৃতির যে, ফেরার পথে গাড়ি বা বাসের ইঞ্জিন বন্ধ থাকলেও গাড়ি বা বাসের স্পিড ১২০ কিলোমিটার অতিক্রম করে ফেলে। আমি নিজের চোখে সরাসরি পর্যবেক্ষণ করেছি এবং একটি ভিডিও দিয়েছি। 

মূলত, পারিপার্শ্বিক সারি সারি পাহাড় গুলোর অবস্থানের কারণে, এটি অপটিক্যাল ইল্যুশন বা দৃষ্টিভ্রম এর উদ্দ্রেক ঘটায়। যার ফলে পথচারীদের বা গাড়ি বা বাসের ড্রাইভারদের জাবালে জিন যেতে বা ফেরার পথে পুরোটাই সমতল ভূমি মনে হয়। এটাই আশ্চর্যজনক প্রাকৃতিক বিষয় এবং মহান আল্লাহ-তাআলার কুদরত।  আলহামদুলিল্লাহ...

ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান বিন আফফান (রা:) এর খেজুর বাগান জিয়ারত...

ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান বিন আফফান (রাদিয়াল্লাহু তা'আলা আনহু) তৎকালীন মদীনার অন্যতম একজন ধনী ব্যক্তি ছিলেন। তিনি প্রচুর অর্থবিত্ত এবং ধন-সম্পদের মালিক ছিলেন। এত  অর্থবিত্ত এবং ধন-সম্পদ থাকা সত্ত্বেও, তিনি সর্বদাই আল্লাহর আনুগত্য এবং নবীজীর অনুকরণ-অনুসরণে মত্ত ছিলেন। প্রচুর অর্থবিত্ত এবং ধন-সম্পদ একটি মুহূর্তের জন্যও তাঁকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের থেকে দূরে সরে যেতে দেয়নি। এ সম্বন্ধীয় একটি আয়াত পবিত্র কোরআনে বর্ণিত আছে। 

এসকল ধন-সম্পদের মধ্যে উনার খেজুর বাগানও ছিল। আলহামদুলিল্লাহ, উনার খেজুর বাগান জিয়ারতের সৌভাগ্য হয়েছিল এবং বাগানের খেজুর খাওয়া ও কিছু ক্রয় করারও সৌভাগ্য হয়েছিল। 

এই বাগানগুলো তিঁনি ইসলামের জন্য আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলেন।

Tuesday, June 20, 2023

ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান (রা:) কর্তৃক সর্বপ্রথম যে কোরআন সংকলিত হয়েছিল...

ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তা'আলা আনহু কর্তৃক সর্বপ্রথম যে কোরআন সংকলিত হয়েছিল, এটিই সেই কোরআন যা বর্তমানে মসজিদে নববী, মদিনাতে ছোট্ট একটি জাদুঘরে সংরক্ষিত আছে। এই কালিগুলো এবং কলমগুলো কোরআন সংকলনে ব্যবহৃত হয়েছিল। 
আলহামদুলিল্লাহ...

Monday, June 12, 2023

Historical Muzdalifah, Mina and Jamarat...

In Islamic tradition, prophet Ibrahim (AS) left his wife, Bibi Hajera and their son, Ishmael (AS), in the valley of Makkah, when Ishmael (AS) was an infant. Upon one of his visits to his family in Makkah, he was ordered by Allah in a dream to sacrifice his son in the Mina valley. While carrying out his son's sacrifice, he was interrupted by the shaitan (Devil), and commanded by Allah to stone the Devil. The ritual of Jamarat is a commemoration of this belief by the Hajji's. Mina is also believed to be the location of the pledges in Al-Aqabah of the Ansar to our prophet Hazrat Muhammad (SA). 

Muzdalifah is preceded by a day at Mount Arafat, consisting of glorifying Allah repeating the dua's, repentance to Allah, and asking him for forgiveness. At Arafat, Zuge and Asr prayers are performed in a combined and abbreviated form during the time of Zuhr. After sunset on the ninth day of the Islamic month of ZilHajj, Muslim pilgrims travel to Muzdalifah. After arriving at Muzdalifah, pilgrims pray the Maghrib and Isha prayers jointly, whereas the Isha prayer is shortened to 2 rakats. At Muzdalifah, pilgrims collect pebbles for the Stoning of the Devil at Al-Jqmarat.

Arafat Ground, Jabal Rahmat, Masjid Al-Namirah...

Historical Arafat Ground, Jabal Rahmat or mount Arafat; the hill is the place where our prophet Hazrat Muhammad (SA) stood and delivered the Farewell Sermon, also known as the "Khutbat al-Wada" or "বিদায় ভাষণ" to his Companions who had accompanied him for the Hajj towards the end of his life. 

Also the historical Masjid Al-Namirah, it is believed to be where our prophet Hazrat Muhammad (SA) stayed before delivering his last sermon in Arafat. It is one of the most important landmarks during the Hajj, as it is where the khutbas are delivered to pilgrims during the Day of Arafah during the Dhuhr and Asr prayers.

Jabal Nour...

Jabal an-Nour (Mountain of the Light or Hill of the Illumination) is a mountain near Makkah in the Hejaz region of Saudi Arabia. The mountain houses the cave of Hira (Cave of Hira), which holds tremendous significance for Muslims throughout the world, as our prophet Hazrat Muhammad (SA) is said to have spent time in this cave meditating, and it was here that he received his first revelation, which consisted of the first five ayats of Surah Al-Alaq from the angel Jibra'il.

Mountain Jabal Thawr...

The mountain is notable for housing a cave known as Ghār Thawr (বাংলা: জাবালে সাওর বা গারে সাওর), in which our prophet Hazrat Muhammad (SA) took refuge from the Quraysh, during the migration to Medina.

Friday, June 9, 2023

তাওয়াক্কুল এবং কানয়াত...

আরবি দুটি শব্দ তাওয়াক্কুল এবং কানয়াত, যার আভিধানিক অর্থ হচ্ছে যথাক্রমে আল্লাহর উপর ভরসা অথবা rely on Almighty Allah এবং আল্লাহর উপর সন্তুষ্ট থাকা অথবা contentment so far what I have received from Almighty Allah. যেহেতু মানুষের ঈমান উঠানামা করে কখনো মানুষের ঈমান সর্বোচ্চ স্তরে পৌঁছায় আবার কখনো নিম্নস্তরে পৌঁছায়। যে কোন স্তরের ঈমানদারদের জন্যই তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর উপর ভরসা সব সময় থাকে এবং সবাই মনে প্রাণে বিশ্বাস করে। মজার ব্যাপার হচ্ছে কানয়াত  নিয়ে, অধিকাংশ মানুষই, হোক উঁচুস্তরের ঈমানদার অথবা নিম্নস্তরের ঈমানদার; কানয়াত-এর প্রয়োগ করাটা অনেক ক্ষেত্রেই কঠিন হয়ে পরে। কেউ কখনোই পুরোপুরি সন্তুষ্ট হতে পারে না বা চায় না। সবার মধ্যে একটা আকাঙ্ক্ষা চাহিদা সব সময় অবলোকন করা যায় এবং সেটা আমার নিজের মধ্যেও। বিশেষ করে যখন অন্য কারো দিকে নজর দেওয়া হয় তখন আফসোসটা আরো বেশি হয়ে যায়। এজন্য হাদিসে বলা হয়েছে, "তোমরা তোমাদের থেকে কম সৌভাগ্যবান বা দরিদ্র বা কম নেয়ামতের মধ্যে আছে, তাদের দিকে তাকিয়ে থাকো তাহলেই তোমাদের মধ্যে আল্লাহর প্রতি সন্তুষ্টি বা শুকরিয়া চলে আসবে। আর যদি তোমরা তোমাদের থেকে বেশি সৌভাগ্যবান বা ধনী বা বেশি নেয়ামতের মধ্যে আছে এইসব লোকদের দিকে তাকিয়ে থাকো, তাহলে তোমাদের মধ্যে আল্লাহর প্রতি অসন্তুষ্টি এবং না-শুকরিয়া চলে আসবে"। আফসোসের বিষয় হচ্ছে, প্রথমে আমি নিজেই সহ অধিকাংশ মানুষের ক্ষেত্রেই পরের বিষয়টি অনুসরণ করতে দেখা যায়।

যাইহোক আসুন আমরা মূল আলোচনা বা গল্পে চলে আসি। অফিস ছুটির পর বাসায় ফেরার পথে গুলশান-১ এর পোস্ট অফিসের পাশে প্রায়সই চা খাওয়ার জন্য গাড়ি থেকে বের হই। কখনো সুজন টি-স্টল অথবা কখনো নাসির টি-স্টলে যাই। সুজন এবং নাসির ভাই হচ্ছে যথাক্রমে সুজন টি-স্টল এবং নাসির টি-স্টল এর স্বত্বাধিকারী। মজার ব্যাপার হচ্ছে, উনাদের সাথে প্রায় ৭-৮ বছরের পরিচয় এবং সবসময়ই আমি তাদের হাসিমুখ-ই দেখেছি। কখনোই তাদের মাঝে হতাশা অথবা মন খারাপ হতে দেখিনি। আমি কি চা পছন্দ করি একটা দিনের জন্য বলতে হয়নি, বরং আমি যাওয়া মাত্রই পছন্দের  চা রেডি হয়ে যেত। উনাদের মাঝে সবসময়ই তাওয়াক্কুল এবং কানয়াতের যথাযথ প্রয়োগ অবলোকন করেছি। 

মহান আল্লাহ তায়ালা আমাদের সকলকে সবসময়ই তাওয়াক্কুল এবং কানয়াতের সাথে থাকার তৌফিক দান করুন। আমীন।