জান্নাত আল-বাকী' হল মদিনার প্রাচীনতম কবরস্থান। এটি মসজিদে নববীর ঠিক দক্ষিণ-পূর্বে অবস্থিত, যেখানে আমাদের নবীজি হযরত মুহাম্মদ (সা:) এর পরিবার সহ অসংখ্য সাহাবীদের কবর রয়েছে। যার মধ্যে ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান বিন আফফান (রাঃ), নবীজির কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তা'আলা আনহা-এর কবরও রয়েছে।
হাজী সাহেবদের মধ্যে যদি কেউ মদিনায় ইন্তেকাল করেন বা মারা যান তাহলে উনাকে এই জান্নাতুল বাকিতে দাফন করানো হয়। আলহামদুলিল্লাহ, এটা সত্যিই সৌভাগ্যের ব্যাপার।