Saturday, June 24, 2023

মসজিদে কিবলা-তাইন বা দুই কিবলার মসজিদ জিয়ারত...

মসজিদে কিবলা-তাইন বা দুই কিবলার মসজিদ মসজিদে নববী, মদিনা থেকে ৭.৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। এই মসজিদটিও ইসলামের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ। 

প্রথমদিকে মুসলমানদের কিবলা ছিল আল-আকসা মসজিদের দিকে যা ফিলিস্তিনের জেরুজালেম শহরে অবস্থিত। পরে আল্লাহর হুকুমে কিবলা, ক্বাবা শরীফের দিকে নির্ধারিত হয় এবং সর্বপ্রথম এই মসজিদে ক্বাবা শরীফের দিকে কিবলা নির্ধারণ করে নামাজ পড়ানো হয়। এজন্যই এই মসজিদকে কিবলা-তাইন বা দুই কিবলার মসজিদ বলা হয়।

আল্লাহ তা'য়ালা আমাদের সকলকে মসজিদে নববী এবং মসজিদে কিবলা-তাইনে যাওয়ার তৌফিক দান করুন। আমীন।

মসজিদে কুবা জিয়ারত...

মসজিদে কুবা মসজিদে নববী, মদিনা থেকে মাত্র ৪ কিলোমিটার দক্ষিনে অবস্থিত। এই মসজিদটি ইসলামের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ, কেননা আমাদের নবীজি হযরত মুহাম্মদ (সাঃ) মদিনায় হিজরতের সময় সর্বপ্রথম এই স্থানটিতে অবস্থান করেছিলেন এবং নামাজ আদায় করেছিলেন। মদিনার আনসাররা বা সাহায্যকারীরা এখানে এসে নবীজিকে সহায়তা করেছিলেন। সম্ভবত এটিই মদিনার প্রথম মসজিদ। 

এই মসজিদে এসে দুই রাকাত নামাজ আদায় করলে একটি পূর্ণাঙ্গ ওমরের সব হাসিল করা বা পাওয়া যায়। আপনারা যারা মদীনায় জিয়ারত বা ভ্রমণ করবেন, তাঁরা মসজিদে নববীতে ফরজ নামাজ আদায় করার পর অবশ্যই মসজিদে কুবায় যাওয়ার চেষ্টা করবেন এবং দুই রাকাত নামাজ আদায় করবেন, বিশেষ করে ফজরের নামাজের পর। 

আল্লাহ তা'য়ালা আমাদের সকলকে মসজিদে নববী এবং মসজিদে কুবায় যাওয়ার তৌফিক দান করুন। আমীন।

Wednesday, June 21, 2023

জাবালে জিন বা Jinn Mountain বা জিন পাহাড়...

জাবালে জিন বা Jinn Mountain বা জিন পাহাড়, মসজিদে নববী থেকে ৩৪ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত। 
এটি মদিনার অন্যতম একটি আশ্চর্যজনক স্থান কারণ সেখান থেকে ফেরার পথে রাস্তার মধ্যে মধ্যাকর্ষণ শক্তি স্বয়ংক্রিয়ভাবে বা অটোমেটিকলি কাজ করে।

আসলে এই রাস্তাটি বেশ ঢালু অনেকটা খাড়া প্রকৃতির। রাস্তাটি এতটাই ঢালু এবং খাড়া প্রকৃতির যে, ফেরার পথে গাড়ি বা বাসের ইঞ্জিন বন্ধ থাকলেও গাড়ি বা বাসের স্পিড ১২০ কিলোমিটার অতিক্রম করে ফেলে। আমি নিজের চোখে সরাসরি পর্যবেক্ষণ করেছি এবং একটি ভিডিও দিয়েছি। 

মূলত, পারিপার্শ্বিক সারি সারি পাহাড় গুলোর অবস্থানের কারণে, এটি অপটিক্যাল ইল্যুশন বা দৃষ্টিভ্রম এর উদ্দ্রেক ঘটায়। যার ফলে পথচারীদের বা গাড়ি বা বাসের ড্রাইভারদের জাবালে জিন যেতে বা ফেরার পথে পুরোটাই সমতল ভূমি মনে হয়। এটাই আশ্চর্যজনক প্রাকৃতিক বিষয় এবং মহান আল্লাহ-তাআলার কুদরত।  আলহামদুলিল্লাহ...

ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান বিন আফফান (রা:) এর খেজুর বাগান জিয়ারত...

ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান বিন আফফান (রাদিয়াল্লাহু তা'আলা আনহু) তৎকালীন মদীনার অন্যতম একজন ধনী ব্যক্তি ছিলেন। তিনি প্রচুর অর্থবিত্ত এবং ধন-সম্পদের মালিক ছিলেন। এত  অর্থবিত্ত এবং ধন-সম্পদ থাকা সত্ত্বেও, তিনি সর্বদাই আল্লাহর আনুগত্য এবং নবীজীর অনুকরণ-অনুসরণে মত্ত ছিলেন। প্রচুর অর্থবিত্ত এবং ধন-সম্পদ একটি মুহূর্তের জন্যও তাঁকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের থেকে দূরে সরে যেতে দেয়নি। এ সম্বন্ধীয় একটি আয়াত পবিত্র কোরআনে বর্ণিত আছে। 

এসকল ধন-সম্পদের মধ্যে উনার খেজুর বাগানও ছিল। আলহামদুলিল্লাহ, উনার খেজুর বাগান জিয়ারতের সৌভাগ্য হয়েছিল এবং বাগানের খেজুর খাওয়া ও কিছু ক্রয় করারও সৌভাগ্য হয়েছিল। 

এই বাগানগুলো তিঁনি ইসলামের জন্য আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলেন।

Tuesday, June 20, 2023

ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান (রা:) কর্তৃক সর্বপ্রথম যে কোরআন সংকলিত হয়েছিল...

ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তা'আলা আনহু কর্তৃক সর্বপ্রথম যে কোরআন সংকলিত হয়েছিল, এটিই সেই কোরআন যা বর্তমানে মসজিদে নববী, মদিনাতে ছোট্ট একটি জাদুঘরে সংরক্ষিত আছে। এই কালিগুলো এবং কলমগুলো কোরআন সংকলনে ব্যবহৃত হয়েছিল। 
আলহামদুলিল্লাহ...