প্রথমেই বলে রাখছি যেহেতু এখানে ছবি তোলা এবং ভিডিও করা সম্পূর্ণ নিষেধ, তাই ছবিগুলো আমি গুগল থেকে নিয়েছি।
এই মিউজিয়ামটি মসজিদে নববীর ঠিক দক্ষিণ পাশে অবস্থিত। এটি সম্পূর্ণ ডিজিটাল মিউজিয়াম। এই মিউজিয়ামটিতে কোরআন এবং হাদিসের রেফারেন্স অনুযায়ী, আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সালাম এর বংশ পরিচয়, আত্মীয়, স্ত্রী, কন্যা বাবা-মা, চাচা ইত্যাদি সহ অসংখ্য তথ্য রয়েছে। এমন কি উনি দেখতে কেমন ছিলেন, চেহারা গঠন কি ছিল, চোখের গঠন, চুল, দাড়ি, গায়ের রং, উনি কি কি খাবার পছন্দ করতেন আবার কি কি খাবার অপছন্দ করতেন, উনার ব্যবহৃত দ্রব্য ও বিভিন্ন জিনিসপত্রের ডিজিটাল প্রতিকৃতি, তৎকালীন কাবা এবং মসজিদে নববীর আশেপাশের পরিবেশ ও বাড়ি-ঘরের থ্রিডি আর্কিটেকচারাল ভিউ। যেখানে নবীজির ঘর সহ, উনার প্রথম স্ত্রী বিবি খাদিজা (রাঃ) এর ঘর এবং বিভিন্ন সাহাবীদের ঘর চিহ্নিত করা আছে।
আমি একটি জায়গায় লক্ষ্য করলাম, ইসলামে নারীদেরকে যে মর্যাদা এবং অধিকার দেওয়া হয়েছে তার ৫৭ টি চ্যাপ্টার রয়েছে, প্রতিটি চ্যাপ্টারে অনেকগুলো করে সেকশন ও সাব-সেকশন রয়েছে। অথচ আমাদের সমাজে নারীরা খানিকটা অবহেলিত এবং অধিকার বঞ্চিত।
প্রায় শেষ প্রান্তে একটি ছোটখাটো থিয়েটার রয়েছে, এখানে ১০ মিনিটের মত একটি ডকুমেন্টারি ভিডিও রয়েছে যার বিষয়বস্তু হচ্ছে "সময়ের সাথে সাথে ইসলামিক সভ্যতার ক্রমবর্তিক পরিবর্তন"।
সর্বশেষে একটি সেলস সেন্টার রয়েছে যেখানে আমাদের নবীজির জীবনী বা বায়োগ্রাফির উপর বিভিন্ন বই রয়েছে এবং তসবি, জায়নামাজ, কাবা শরীফের প্রতিকৃতি, ইত্যাদি রয়েছে। নির্দিষ্ট মূল্য পরিষদের মাধ্যমে আপনারা আপনাদের পছন্দের জিনিসগুলো ক্রয় করতে পারবেন।
এই মিউজিয়ামটিতে প্রতিজনের এন্ট্রি ফি ৪০ সৌদি রিয়াল। আপনারা অনলাইনে ক্রেডিট কার্ডের মাধ্যমে টিকিট কিনতে পারবেন, সে ক্ষেত্রে আপনাদের এক একজনের ৪২ সৌদি রিয়াল লাগবে।
টিকিট ক্রয় করার সময় আপনার গাইড এর ভাষা বা ল্যাঙ্গুয়েজের টাইমিং দেখে নিবেন এবং অবশ্যই ইংরেজি সিডিউল সিলেক্ট করবেন। অবশ্য যারা আরবি জানেন, তারা আরবি ভাষাতেও ভ্রমণটা সম্পূর্ণ করতে পারবেন।
প্রথমেই বলে রাখছি যেহেতু এখানে ছবি তোলা এবং ভিডিও করা সম্পূর্ণ নিষেধ, তাই ছবিগুলো আমি গুগল থেকে নিয়েছি।
এই মিউজিয়ামটি মসজিদে নববীর ঠিক দক্ষিণ পাশে অবস্থিত। এটি সম্পূর্ণ ডিজিটাল মিউজিয়াম। এই মিউজিয়ামটিতে কোরআন এবং হাদিসের রেফারেন্স অনুযায়ী, আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সালাম এর বংশ পরিচয়, আত্মীয়, স্ত্রী, কন্যা বাবা-মা, চাচা ইত্যাদি সহ অসংখ্য তথ্য রয়েছে। এমন কি উনি দেখতে কেমন ছিলেন, চেহারা গঠন কি ছিল, চোখের গঠন, চুল, দাড়ি, গায়ের রং, উনি কি কি খাবার পছন্দ করতেন আবার কি কি খাবার অপছন্দ করতেন, উনার ব্যবহৃত দ্রব্য ও বিভিন্ন জিনিসপত্রের ডিজিটাল প্রতিকৃতি, তৎকালীন কাবা এবং মসজিদে নববীর আশেপাশের পরিবেশ ও বাড়ি-ঘরের থ্রিডি আর্কিটেকচারাল ভিউ। যেখানে নবীজির ঘর সহ, উনার প্রথম স্ত্রী বিবি খাদিজা (রাঃ) এর ঘর এবং বিভিন্ন সাহাবীদের ঘর চিহ্নিত করা আছে।
আমি একটি জায়গায় লক্ষ্য করলাম, ইসলামে নারীদেরকে যে মর্যাদা এবং অধিকার দেওয়া হয়েছে তার ৫৭ টি চ্যাপ্টার রয়েছে, প্রতিটি চ্যাপ্টারে অনেকগুলো করে সেকশন ও সাব-সেকশন রয়েছে। অথচ আমাদের সমাজে নারীরা খানিকটা অবহেলিত এবং অধিকার বঞ্চিত।
প্রায় শেষ প্রান্তে একটি ছোটখাটো থিয়েটার রয়েছে, এখানে ১০ মিনিটের মত একটি ডকুমেন্টারি ভিডিও রয়েছে যার বিষয়বস্তু হচ্ছে "সময়ের সাথে সাথে ইসলামিক সভ্যতার ক্রমবর্তিক পরিবর্তন"।
সর্বশেষে একটি সেলস সেন্টার রয়েছে যেখানে আমাদের নবীজির জীবনী বা বায়োগ্রাফির উপর বিভিন্ন বই রয়েছে এবং তসবি, জায়নামাজ, কাবা শরীফের প্রতিকৃতি, ইত্যাদি রয়েছে। নির্দিষ্ট মূল্য পরিষদের মাধ্যমে আপনারা আপনাদের পছন্দের জিনিসগুলো ক্রয় করতে পারবেন।
এই মিউজিয়ামটিতে প্রতিজনের এন্ট্রি ফি ৪০ সৌদি রিয়াল। আপনারা অনলাইনে ক্রেডিট কার্ডের মাধ্যমে টিকিট কিনতে পারবেন, সে ক্ষেত্রে আপনাদের এক একজনের ৪২ সৌদি রিয়াল লাগবে।
টিকিট ক্রয় করার সময় আপনার গাইড এর ভাষা বা ল্যাঙ্গুয়েজের টাইমিং দেখে নিবেন এবং অবশ্যই ইংরেজি সিডিউল সিলেক্ট করবেন। অবশ্য যারা আরবি জানেন, তারা আরবি ভাষাতেও ভ্রমণটা সম্পূর্ণ করতে পারবেন।