"বদরের যুদ্ধ", ২য় হিজরিতে ১৭ই রমজান (আনুমানিক ১৩ই মার্চ, ৬২৪ খ্রি.), যেটি ইসলামি ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধ হিসেবে পরিচিত এবং বদর যুদ্ধ মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজয়ের প্রতীক চিহ্নিত করে। নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর নেতৃত্বে, মুসলিম সম্প্রদায় (মাত্র ৩১৩ জন) কুরাইশদের একটি সেনাবাহিনীর বিরুদ্ধে (প্রায় ১০০০) এই যুদ্ধে লড়াই করে জয়ী হয়েছিল যা মদীনা প্রদেশের বদরের কাছে আবু জাহলের নেতৃত্বে ছিল।
No comments:
Post a Comment