Tuesday, February 28, 2023

অবশেষে কিনেই ফেললাম কাঙ্খিত সেই ভ্যালেন্টাইন রোজ বা ভালোবাসার গোলাপ ফুল...

অবশেষে কিনেই ফেললাম কাঙ্খিত সেই ভ্যালেন্টাইন রোজ বা ভালোবাসার গোলাপ ফুল। দেরিতেই সই, কিন্তু টাকার কাছে ভালোবাসা কখনোই পরাজিত হতে পারে না। একটি নয় বরং চার চারটি ফুল কিনে ফেললাম মাত্র ১২০ টাকায়। একটি লাল, একটি গোলাপী, একটি হলুদ এবং একটি সাদা। সাথে ডেকোরেটিভ গ্রাস বা সাজানোর ঘাস এবং র‍্যাপিং পেপার ও সার্ভিস চার্জ একদম ফ্রি। মজার ব্যাপার হলো সেই একই ফুলের দোকান হতে, যেখানে ভ্যালেন্টাইন্স ডে তে এক একটির দাম ১০০ থেকে ১২০ টাকা ছিল, সাথে ডেকোরেটিভ গ্রাস বা সাজানোর ঘাস এবং র‍্যাপিং পেপার ও সার্ভিস চার্জ। 
আসলে পরিস্থিতি ও সময়ের সাথে সাথে সব কিছুরই মূল্য উঠানামা করে। যেমন আজ যে সংবাদপত্রটির দাম ১০ থেকে ১২ টাকা, কাল সেই সংবাদপত্রটি ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হয়ে যায়। বাস, রেল বা বিমানের যে টিকিটের মূল্য ঈদ বা অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান বা ছুটির সময়ে আকাশচুম্বী হয়ে যায়, সময়ের পরে যার কোন মূল্যই থাকেনা, এমনকি বিনামূল্যেও কেউ নিতে চায় না। মানুষের জীবনের ক্ষেত্রেও একই; প্রয়োজন, পরিস্থিতি এবং সময়ের সাথে সাথে মানুষের মূল্যে উঠানামা করে। আজ আপনি যে গুরুত্বপূর্ণ ব্যক্তি, কাল সেটা প্রয়োজন, পরিস্থিতি এবং সময়ের সাথে সাথে অপ্রয়োজনীয় এবং বোঝা হয়ে উঠবেন। সুতরাং নিজেকে নিয়ে ভাবুন, নিজের জন্য কাজ করুন। নিজেকে অযথা অন্যের জন্য ব্যবহার করবেন না। সততা ও নিষ্ঠার সাথে আপনি আপনার কর্তব্য সর্বদা পালন করে যাবেন। ইনশাল্লাহ আল্লাহ তায়ালার সাহায্য সবসময় আপনার সঙ্গেই থাকবে। 
"যদি তুমি সৎ হও, তবে অবশ্যই তোমাকে সাহসী হতে হবে"

Once upon a time in Delhi Red Fort for half day... 😁

Tuesday, February 14, 2023

ভালোবাসার অনেক রঙ... হ্যাপি ভ্যালেন্টাইন ডে!!!

ভালবাসার অনেক রঙ, ভুল হয়েছে আসলে জীবনের অনেক রঙ। ভালোবাসার তো একটাই রঙ... লাল। লাল রক্তের রঙ, আবার কোথাও কোথাও শুনেছি ডেভিল'স কালার বা শয়তানের রঙ। যাই হোক বেশি লাল লাল করলে গরুর গুতো খাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। গরুর সবচেয়ে অপছন্দের রং হচ্ছে লাল; কারণটা জানা নেই অবশ্য। 

যাইহোক লাল গোলাপ!!! শফিক রেহমানের লাল গোলাপ অনুষ্ঠানটি নয়, বরং আজকের ফুলের দোকানের লাল গোলাপ। এক একটির দাম ৫ থেকে ১০ টাকা ছিল কিন্তু আজকে এক একটির দাম ১০০ টাকা ১২০ টাকা। সত্যিই কি তেলেসমাতি কারবার, ভিত্তিহীন একটি দিবস যা আবার আমাদের দেশীয় সংস্কৃতির সাথে সম্পৃক্তও নয়। একদিনেই বিশ গুন লাভ... বাহ বাহ!!! কি সুন্দর তাই না। ক্যাপিটালিজম ভাই ক্যাপিটালিজম... অনেক কিছু শিখার আছে জীবনে।

যাই হোক আবার লাল গোলাপে ফিরে আসি। ২০ গুন দামি লাল গোলাপ কেনার জন্যও আবার বেশ লম্বা লাইন। অপচয় মনে করে কেনার চিন্তা বাদ দিলাম, পরে ভাবলাম টাকার কাছে ভালোবাসা ছোট হয়ে গেল কি? ভালোবাসার জন্য তো ২০ গুণ কেন,  প্রয়োজনে ২০০ গুন দিয়ে হলেও গোলাপ কেন উচিত ছিল। আসলে ভালোবাসা কোন একটি দিবসের জন্য নয়, বরং বছরের ৩৬৫ দিনের জন্যই হওয়া উচিত।

পরে গুলশান-১ মোড় থেকে রিক্সা নিলাম, বললাম ভাড়া কত? ৫০ টেকা মামা। আমি বললাম ভালোবাসার দিনে তোমার কি ভাড়া বেড়ে গেল। রিক্সাওয়ালার উত্তর, মামা ১০ টেকার ফুল ১০০ টেকা দিয়ে কিনলে কিছু হয়না... আবার আমাগোরে ১০ টেকা দিলেই অনেক কিছু হইয়া যায়।!!! যাইহোক উনাকে ভালোবাসা মানে ১০ টাকা বেশি দিয়ে দিলাম। 

অবশ্য পরে চিন্তা করে দেখলাম, ভালোই হচ্ছে দেশের অর্থনৈতিক সচল হচ্ছে যেহেতু টাকার মুভমেন্ট হচ্ছে। মানুষ কেনাকাটা করছে, আবার ফুলের দোকানিরাও বেশ লাভবান হচ্ছে। ঠিক তারপরই আমার পুরনো কলিগ অনিল ভাইয়ের কথা মনে পড়ে গেল... আরে আমি তো ধইঞ্চা, এতকিছু চিন্তা করছি কেন। ঠিকঠাক মত বাসায় আসতে পেরেছি এবং দু-চারটে ডাল ভাত খেতে পেরেছি তাতেই আলহামদুলিল্লাহ...

সবাইকে ফাল্গুনের শুভেচ্ছা...