Tuesday, February 28, 2023

অবশেষে কিনেই ফেললাম কাঙ্খিত সেই ভ্যালেন্টাইন রোজ বা ভালোবাসার গোলাপ ফুল...

অবশেষে কিনেই ফেললাম কাঙ্খিত সেই ভ্যালেন্টাইন রোজ বা ভালোবাসার গোলাপ ফুল। দেরিতেই সই, কিন্তু টাকার কাছে ভালোবাসা কখনোই পরাজিত হতে পারে না। একটি নয় বরং চার চারটি ফুল কিনে ফেললাম মাত্র ১২০ টাকায়। একটি লাল, একটি গোলাপী, একটি হলুদ এবং একটি সাদা। সাথে ডেকোরেটিভ গ্রাস বা সাজানোর ঘাস এবং র‍্যাপিং পেপার ও সার্ভিস চার্জ একদম ফ্রি। মজার ব্যাপার হলো সেই একই ফুলের দোকান হতে, যেখানে ভ্যালেন্টাইন্স ডে তে এক একটির দাম ১০০ থেকে ১২০ টাকা ছিল, সাথে ডেকোরেটিভ গ্রাস বা সাজানোর ঘাস এবং র‍্যাপিং পেপার ও সার্ভিস চার্জ। 
আসলে পরিস্থিতি ও সময়ের সাথে সাথে সব কিছুরই মূল্য উঠানামা করে। যেমন আজ যে সংবাদপত্রটির দাম ১০ থেকে ১২ টাকা, কাল সেই সংবাদপত্রটি ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হয়ে যায়। বাস, রেল বা বিমানের যে টিকিটের মূল্য ঈদ বা অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান বা ছুটির সময়ে আকাশচুম্বী হয়ে যায়, সময়ের পরে যার কোন মূল্যই থাকেনা, এমনকি বিনামূল্যেও কেউ নিতে চায় না। মানুষের জীবনের ক্ষেত্রেও একই; প্রয়োজন, পরিস্থিতি এবং সময়ের সাথে সাথে মানুষের মূল্যে উঠানামা করে। আজ আপনি যে গুরুত্বপূর্ণ ব্যক্তি, কাল সেটা প্রয়োজন, পরিস্থিতি এবং সময়ের সাথে সাথে অপ্রয়োজনীয় এবং বোঝা হয়ে উঠবেন। সুতরাং নিজেকে নিয়ে ভাবুন, নিজের জন্য কাজ করুন। নিজেকে অযথা অন্যের জন্য ব্যবহার করবেন না। সততা ও নিষ্ঠার সাথে আপনি আপনার কর্তব্য সর্বদা পালন করে যাবেন। ইনশাল্লাহ আল্লাহ তায়ালার সাহায্য সবসময় আপনার সঙ্গেই থাকবে। 
"যদি তুমি সৎ হও, তবে অবশ্যই তোমাকে সাহসী হতে হবে"

No comments:

Post a Comment