Thursday, August 10, 2023

তায়েফ ভ্রমন (পর্ব - 8) : তায়েফে নবীজির বাড়ি, আলী (রাঃ) এর মসজিদ, বুড়ির বাড়ি যে নবীজির পথে কাঁটা বিছিয়ে দিত এবং জিব্রাইল (আঃ) এর হাত দ্বারা পাহাড়ের উপর মাঝামাঝি স্থানে আটকে যাওয়া সেই পাথর জিয়ারত...

উপরোক্ত স্থানগুলো সেই আঙ্গুর বাগানের পাশেই অবস্থিত, যে বাগানে নবীজি আহত অবস্থায় বিশ্রাম নিয়েছিলেন। নবীজি যখন ওনার বাড়ি থেকে মসজিদে আসতেন তখন পথিমধ্যে এক বুড়ি নবীজীকে কষ্ট দেওয়ার জন্য নবীজির যাতায়াতের পথে কাঁটা বিছিয়ে দিত। এই বুড়ির বাড়িটি মসজিদের কিছুটা উপরে পাহাড়ের উপর অবস্থিত। এখন অবশ্য বুড়ির বাড়িটা নেই শুধুমাত্র পাথর দিয়ে চিহ্ন করা আছে। ছোট দুই রুমের বাড়ি। আমি বুড়ির বাড়ির ভেতরে প্রবেশ করেছিলাম। 

বুড়ির বাড়ির পাশে পাহাড়ের উপর একটি বৃহদাকার পাথর প্রায় ঝুলন্ত অবস্থায় আছে। এই পাথরটি পাহাড়ের উপর থেকে কাফেররা নবীজির উপর ফেলে দিয়েছিল। ঠিক তৎক্ষণাৎ আল্লাহ তায়ালার হুকুমে জিব্রাইল (আঃ) উনার হাত দ্বারা পাথরটি আটকে দিয়েছিলেন। এখন পর্যন্ত ওই পাথরটি ওই অবস্থায় পাহাড়ের উপর মাঝামাঝি স্থানে আটকে রয়েছে। সুবহানআল্লাহ।

Monday, July 31, 2023

তায়েফ ভ্রমন (পর্ব - ৩) : তায়েফবাসী আমাদের নবীজিকে যে স্থানে পাথর মেরে রক্তাক্ত করেছিল এবং আহত অবস্থায় আমাদের নবীজি ইহুদীর যে আঙ্গুর বাগানে বিশ্রাম নিয়েছিলেন, সে স্থানগুলো জিয়ারত...

আমাদের নবীজি অনেক আশা নিয়ে ইসলামের দাওয়াত দিতে তায়েফে গমন করেছিলেন। তায়েফবাসী নবীজির ইসলামের দাওয়াত গ্রহণ করেনি, বরং শিশুদের পিছনে লেলিয়ে দিয়েছিল এবং পাথর মেরে মেরে উনাকে রক্তাক্ত করে ফেলেছিল। 

আহত অবস্থায় উনি এক ইহুদির আঙ্গুর বাগানে বিশ্রাম নিয়েছিলেন এবং ওই ইহুদির এক গোলাম যার নাম আদ্দাস নবীজির খেদমত করেছিলেন। উনাকে আঙ্গুরের শরবত খাইয়েছিলেন। আমাদের নবীজি যে স্থানে বিশ্রাম নিয়েছিলেন বর্তমানে ঐ স্থানে একটি মসজিদ অবস্থিত, যা মসজিদে আদ্দাস নামে পরিচিত। 

আলহামদুলিল্লাহ, আল্লাহপাক আমাকে সেই আঙ্গুর বাগানের জায়গায় (বর্তমানে আঙ্গুর বাগানটি আর নেই) এবং মসজিদে আদ্দাস-এ যাওয়ার তৌফিক দান করেছিলেন। আমীন।  

আপনারা তায়েফে ভ্রমণ করলে অবশ্যই এই স্থানগুলো জিয়ারত করবেন।