উপরোক্ত স্থানগুলো সেই আঙ্গুর বাগানের পাশেই অবস্থিত, যে বাগানে নবীজি আহত অবস্থায় বিশ্রাম নিয়েছিলেন। নবীজি যখন ওনার বাড়ি থেকে মসজিদে আসতেন তখন পথিমধ্যে এক বুড়ি নবীজীকে কষ্ট দেওয়ার জন্য নবীজির যাতায়াতের পথে কাঁটা বিছিয়ে দিত। এই বুড়ির বাড়িটি মসজিদের কিছুটা উপরে পাহাড়ের উপর অবস্থিত। এখন অবশ্য বুড়ির বাড়িটা নেই শুধুমাত্র পাথর দিয়ে চিহ্ন করা আছে। ছোট দুই রুমের বাড়ি। আমি বুড়ির বাড়ির ভেতরে প্রবেশ করেছিলাম।
বুড়ির বাড়ির পাশে পাহাড়ের উপর একটি বৃহদাকার পাথর প্রায় ঝুলন্ত অবস্থায় আছে। এই পাথরটি পাহাড়ের উপর থেকে কাফেররা নবীজির উপর ফেলে দিয়েছিল। ঠিক তৎক্ষণাৎ আল্লাহ তায়ালার হুকুমে জিব্রাইল (আঃ) উনার হাত দ্বারা পাথরটি আটকে দিয়েছিলেন। এখন পর্যন্ত ওই পাথরটি ওই অবস্থায় পাহাড়ের উপর মাঝামাঝি স্থানে আটকে রয়েছে। সুবহানআল্লাহ।
No comments:
Post a Comment