Monday, June 12, 2023

Mountain Jabal Thawr...

The mountain is notable for housing a cave known as Ghār Thawr (বাংলা: জাবালে সাওর বা গারে সাওর), in which our prophet Hazrat Muhammad (SA) took refuge from the Quraysh, during the migration to Medina.

Friday, June 9, 2023

তাওয়াক্কুল এবং কানয়াত...

আরবি দুটি শব্দ তাওয়াক্কুল এবং কানয়াত, যার আভিধানিক অর্থ হচ্ছে যথাক্রমে আল্লাহর উপর ভরসা অথবা rely on Almighty Allah এবং আল্লাহর উপর সন্তুষ্ট থাকা অথবা contentment so far what I have received from Almighty Allah. যেহেতু মানুষের ঈমান উঠানামা করে কখনো মানুষের ঈমান সর্বোচ্চ স্তরে পৌঁছায় আবার কখনো নিম্নস্তরে পৌঁছায়। যে কোন স্তরের ঈমানদারদের জন্যই তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর উপর ভরসা সব সময় থাকে এবং সবাই মনে প্রাণে বিশ্বাস করে। মজার ব্যাপার হচ্ছে কানয়াত  নিয়ে, অধিকাংশ মানুষই, হোক উঁচুস্তরের ঈমানদার অথবা নিম্নস্তরের ঈমানদার; কানয়াত-এর প্রয়োগ করাটা অনেক ক্ষেত্রেই কঠিন হয়ে পরে। কেউ কখনোই পুরোপুরি সন্তুষ্ট হতে পারে না বা চায় না। সবার মধ্যে একটা আকাঙ্ক্ষা চাহিদা সব সময় অবলোকন করা যায় এবং সেটা আমার নিজের মধ্যেও। বিশেষ করে যখন অন্য কারো দিকে নজর দেওয়া হয় তখন আফসোসটা আরো বেশি হয়ে যায়। এজন্য হাদিসে বলা হয়েছে, "তোমরা তোমাদের থেকে কম সৌভাগ্যবান বা দরিদ্র বা কম নেয়ামতের মধ্যে আছে, তাদের দিকে তাকিয়ে থাকো তাহলেই তোমাদের মধ্যে আল্লাহর প্রতি সন্তুষ্টি বা শুকরিয়া চলে আসবে। আর যদি তোমরা তোমাদের থেকে বেশি সৌভাগ্যবান বা ধনী বা বেশি নেয়ামতের মধ্যে আছে এইসব লোকদের দিকে তাকিয়ে থাকো, তাহলে তোমাদের মধ্যে আল্লাহর প্রতি অসন্তুষ্টি এবং না-শুকরিয়া চলে আসবে"। আফসোসের বিষয় হচ্ছে, প্রথমে আমি নিজেই সহ অধিকাংশ মানুষের ক্ষেত্রেই পরের বিষয়টি অনুসরণ করতে দেখা যায়।

যাইহোক আসুন আমরা মূল আলোচনা বা গল্পে চলে আসি। অফিস ছুটির পর বাসায় ফেরার পথে গুলশান-১ এর পোস্ট অফিসের পাশে প্রায়সই চা খাওয়ার জন্য গাড়ি থেকে বের হই। কখনো সুজন টি-স্টল অথবা কখনো নাসির টি-স্টলে যাই। সুজন এবং নাসির ভাই হচ্ছে যথাক্রমে সুজন টি-স্টল এবং নাসির টি-স্টল এর স্বত্বাধিকারী। মজার ব্যাপার হচ্ছে, উনাদের সাথে প্রায় ৭-৮ বছরের পরিচয় এবং সবসময়ই আমি তাদের হাসিমুখ-ই দেখেছি। কখনোই তাদের মাঝে হতাশা অথবা মন খারাপ হতে দেখিনি। আমি কি চা পছন্দ করি একটা দিনের জন্য বলতে হয়নি, বরং আমি যাওয়া মাত্রই পছন্দের  চা রেডি হয়ে যেত। উনাদের মাঝে সবসময়ই তাওয়াক্কুল এবং কানয়াতের যথাযথ প্রয়োগ অবলোকন করেছি। 

মহান আল্লাহ তায়ালা আমাদের সকলকে সবসময়ই তাওয়াক্কুল এবং কানয়াতের সাথে থাকার তৌফিক দান করুন। আমীন।

Monday, May 1, 2023

Celebrated Eid with Family and Relatives...

পহেলা মে বা মে দিবস বা May Day-এর শুভেচ্ছা...

বছরের ৩৬৫ দিনের মধ্যে (লিপিয়ার হলে ৩৬৬ দিন) বিভিন্ন দিন বিভিন্ন দিবস পালিত হয়ে থাকে। অধিকাংশ ক্ষেত্রেই এই দিবসগুলো বিশ্ব পুঁজিবাদীদের একটি অভ্যর্থ মারণাস্ত্র। মানুষের ইমোশনকে কাজে লাগিয়ে অর্থ ইনকামের একটি বড় উৎস। এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত। যদিও নানা মুনির নানা মত আছে, আমরা সকলের মতামতকেই সম্মান প্রদর্শন করব। 

পহেলা মে বা মে দিবস বা May Day ছাড়া বাকি সবগুলো দিবসই আমার কাছে গতানুগতিক মনে হয়, যার কারণ আমি উপরেই উল্লেখ করেছি। এবার আসা যাক পহেলা মে কেন আমার কাছে একটু অন্যরকম, এখানে অনেকটাই ইমোশন জড়িত। পদার্থ বিজ্ঞানে পড়েছিলাম, শক্তির যেমন ক্ষয় নেই, বরং এক রূপ হতে আরেক রূপে স্থানান্তরিত হয়। যদিও পদাধিকার বলে কর্মকর্তা, তদুপরি কাজের বিনিময়েই খাদ্য এ কথাটি অনস্বীকার্য। কাজের বিনিময়েই মূল্যায়ন, হয় সম্মুখে বা পশ্চাতে, অথবা বর্তমান বা ভবিষ্যতে। শক্তির রূপান্তরের মতই কাজের বা কাজ করার ধরনের রূপান্তর বলা চলে। 

অবশ্য কিছু নেতাগোত্রিয় লোকজন আছে, যারা বিভিন্ন জায়গা বা ফোরামে মুখরোচক লেকচার বা বিভিন্ন বুলি আওড়ায় এবং সব সময় নিজেকে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সকলের কাছে উপস্থাপন করতে চায়। তারা এই পহেলা মে বা মে দিবস বা May Day-এর আওতার মধ্যে পড়বে বলে আমি মনে করি না। যদিও এইটাও আমার একান্তই ব্যক্তিগত মতামত। 

আমার মত যারা কামলা আই-মিন কাজের মানুষ বা কাজকে ভালোবাসেন, তাদের সকলকে পহেলা মে বা মে দিবস বা May Day-এর শুভেচ্ছা...

Hangout with my best buddies...