Friday, January 26, 2024

রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ আমি যে কুকর্মটি আমার উম্মাতের মাঝে ছড়িয়ে পড়ার সর্বাধিক ভয় করি তা হল লুত সম্প্রদায়ের কুকর্ম


Kuakata Tour...

রাসূলুল্লাহ (সা:) উম্মতদের মধ্যে সবচেয়ে বড় ফেতনা হচ্ছে "সমকামিতা বা হোমোসেক্সুয়ালিটি"

Alhamdulillah, reached safely from Bangkok, Thailand

আল-কোরআন: সূরা - ২. বাকরাহ, আয়াত-২৮৬

لَا يُكَلِّفُ ٱللَّهُ نَفۡسًا إِلَّا وُسۡعَهَا  ۚ  لَهَا مَا كَسَبَتۡ وَعَلَيۡہَا مَا ٱكۡتَسَبَتۡ   ۗ   رَبَّنَا لَا تُؤَاخِذۡنَآ إِن نَّسِينَآ أَوۡ أَخۡطَأۡنَا  ۚ  رَبَّنَا وَلَا تَحۡمِلۡ عَلَيۡنَآ إِصۡرًا كَمَا حَمَلۡتَهُ ۥ عَلَى ٱلَّذِينَ مِن قَبۡلِنَا  ۚ  رَبَّنَا وَلَا تُحَمِّلۡنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِۦ‌   ۖ   وَٱعۡفُ عَنَّا وَٱغۡفِرۡ لَنَا وَٱرۡحَمۡنَآ  ۚ  أَنتَ مَوۡلَٮٰنَا فَٱنصُرۡنَا عَلَى ٱلۡقَوۡمِ ٱلۡڪَـٰفِرِينَ 

আল্লাহ্ কোনো সত্তার উপরে তার ক্ষমতার অতিরিক্ত দায়িত্ব চাপিয়ে দেন না। তার অনুকূলে রয়েছে সে যা-কিছু অর্জন করেছে, আর তার প্রতিকূলে রয়েছে যা-কিছু সে কামিয়েছে। ''আমাদের প্রভু, আমাদের পাকড়াও করো না যদি আমরা ভুলে যাই অথবা ভুল করি, হে আমাদের প্রভু! আর আমাদের উপরে তেমন বোঝা চাপিও না যেমন তুমি তা চাপিয়েছিলে তাদের উপরে যারা ছিল আমাদের পূর্ববর্তী, আমাদের প্রভু! আর আমাদের উপরে তেমন ভার তুলে দিয়ো না যার সামর্থ্য আমাদের নেই। অতএব তুমি আমাদের ক্ষমা করে দাও, আর আমাদের তুমি রক্ষা করে রাখো, আর আমাদের প্রতি তুমি করুণা বর্ষণ করো। তুমিই আমাদের পৃষ্ঠপোষক, অতএব অবিশ্বাসিগোষ্ঠীর বিরুদ্ধে আমাদের তুমি সাহায্য করো।’’

আল-কোরআন: সূরা - ২. বাকরাহ, আয়াত-২৮

Had a wonderful cyber security event...#Infocomm2023

Monday, January 8, 2024

ইউনাইটেড মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকদের বলির শিকার পাঁচ বছরের শিশু আয়ান - কোনভাবেই দায় এড়াতে পারেন না ইউনাইটেড কর্তৃপক্ষ।

ইউনাইটেড মেডিকেল কলেজ বা হসপিটাল, এই জাতীয় হসপিটালগুলোর নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে আধুনিক কসাইখানা। এই হসপিটাল গুলোর সৃষ্টি যেন মানুষের কাছ থেকে টাকা কামানোর জন্যই। বিপুল পরিমাণ অর্থের বিনিময়েও মানুষ চিকিৎসা পাচ্ছেন না। 

সকালে টিভিতে নিউজে দেখলাম, ইন্টার্ন চিকিৎসকের মাধ্যমে সুন্নতে খাতনা করাতে গিয়ে অতিরিক্ত এনেস্তেসিয়া দেওয়ার কারণে পাঁচ বছরের শিশু আয়ানের জ্ঞান আর ফিরে আসেনি। সাত দিন লাইফ সাপোর্টে থাকার পরে শিশুটি মারা যায়। দুইটি মজার বিষয় হচ্ছে, ইউনাইটেড হসপিটাল কর্তৃপক্ষ দায় চাপাচ্ছে ইউনাইটেড মেডিকেল কলেজের উপর। এ যেন বাবা বলছেন, দোষ আমার না আমার ছেলের। অন্যদিকে সাত দিন লাইফ সাপোর্টের প্রায় সাড়ে ছয় লক্ষ টাকা বিলও করেছে। সত্যিই সেলুকাস...

হয়তোবা টাকার কাছে অথবা অন্য কোন ঘটনার জন্য এটিও একদিন চাপা পড়ে যাবে। মানুষ কিছুদিন পরে ভুলে যাবে, কিন্তু হতভাগ্য মা-বাবা তাদের সন্তান হারানোর কথা কোনদিনও কি ভুলতে পারবে!!!