ইউনাইটেড মেডিকেল কলেজ বা হসপিটাল, এই জাতীয় হসপিটালগুলোর নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে আধুনিক কসাইখানা। এই হসপিটাল গুলোর সৃষ্টি যেন মানুষের কাছ থেকে টাকা কামানোর জন্যই। বিপুল পরিমাণ অর্থের বিনিময়েও মানুষ চিকিৎসা পাচ্ছেন না।
সকালে টিভিতে নিউজে দেখলাম, ইন্টার্ন চিকিৎসকের মাধ্যমে সুন্নতে খাতনা করাতে গিয়ে অতিরিক্ত এনেস্তেসিয়া দেওয়ার কারণে পাঁচ বছরের শিশু আয়ানের জ্ঞান আর ফিরে আসেনি। সাত দিন লাইফ সাপোর্টে থাকার পরে শিশুটি মারা যায়। দুইটি মজার বিষয় হচ্ছে, ইউনাইটেড হসপিটাল কর্তৃপক্ষ দায় চাপাচ্ছে ইউনাইটেড মেডিকেল কলেজের উপর। এ যেন বাবা বলছেন, দোষ আমার না আমার ছেলের। অন্যদিকে সাত দিন লাইফ সাপোর্টের প্রায় সাড়ে ছয় লক্ষ টাকা বিলও করেছে। সত্যিই সেলুকাস...
হয়তোবা টাকার কাছে অথবা অন্য কোন ঘটনার জন্য এটিও একদিন চাপা পড়ে যাবে। মানুষ কিছুদিন পরে ভুলে যাবে, কিন্তু হতভাগ্য মা-বাবা তাদের সন্তান হারানোর কথা কোনদিনও কি ভুলতে পারবে!!!
No comments:
Post a Comment