Friday, January 26, 2024

রাসূলুল্লাহ (সা:) উম্মতদের মধ্যে সবচেয়ে বড় ফেতনা হচ্ছে "সমকামিতা বা হোমোসেক্সুয়ালিটি"

Alhamdulillah, reached safely from Bangkok, Thailand

আল-কোরআন: সূরা - ২. বাকরাহ, আয়াত-২৮৬

لَا يُكَلِّفُ ٱللَّهُ نَفۡسًا إِلَّا وُسۡعَهَا  ۚ  لَهَا مَا كَسَبَتۡ وَعَلَيۡہَا مَا ٱكۡتَسَبَتۡ   ۗ   رَبَّنَا لَا تُؤَاخِذۡنَآ إِن نَّسِينَآ أَوۡ أَخۡطَأۡنَا  ۚ  رَبَّنَا وَلَا تَحۡمِلۡ عَلَيۡنَآ إِصۡرًا كَمَا حَمَلۡتَهُ ۥ عَلَى ٱلَّذِينَ مِن قَبۡلِنَا  ۚ  رَبَّنَا وَلَا تُحَمِّلۡنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِۦ‌   ۖ   وَٱعۡفُ عَنَّا وَٱغۡفِرۡ لَنَا وَٱرۡحَمۡنَآ  ۚ  أَنتَ مَوۡلَٮٰنَا فَٱنصُرۡنَا عَلَى ٱلۡقَوۡمِ ٱلۡڪَـٰفِرِينَ 

আল্লাহ্ কোনো সত্তার উপরে তার ক্ষমতার অতিরিক্ত দায়িত্ব চাপিয়ে দেন না। তার অনুকূলে রয়েছে সে যা-কিছু অর্জন করেছে, আর তার প্রতিকূলে রয়েছে যা-কিছু সে কামিয়েছে। ''আমাদের প্রভু, আমাদের পাকড়াও করো না যদি আমরা ভুলে যাই অথবা ভুল করি, হে আমাদের প্রভু! আর আমাদের উপরে তেমন বোঝা চাপিও না যেমন তুমি তা চাপিয়েছিলে তাদের উপরে যারা ছিল আমাদের পূর্ববর্তী, আমাদের প্রভু! আর আমাদের উপরে তেমন ভার তুলে দিয়ো না যার সামর্থ্য আমাদের নেই। অতএব তুমি আমাদের ক্ষমা করে দাও, আর আমাদের তুমি রক্ষা করে রাখো, আর আমাদের প্রতি তুমি করুণা বর্ষণ করো। তুমিই আমাদের পৃষ্ঠপোষক, অতএব অবিশ্বাসিগোষ্ঠীর বিরুদ্ধে আমাদের তুমি সাহায্য করো।’’

আল-কোরআন: সূরা - ২. বাকরাহ, আয়াত-২৮

Had a wonderful cyber security event...#Infocomm2023

Monday, January 8, 2024

ইউনাইটেড মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকদের বলির শিকার পাঁচ বছরের শিশু আয়ান - কোনভাবেই দায় এড়াতে পারেন না ইউনাইটেড কর্তৃপক্ষ।

ইউনাইটেড মেডিকেল কলেজ বা হসপিটাল, এই জাতীয় হসপিটালগুলোর নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে আধুনিক কসাইখানা। এই হসপিটাল গুলোর সৃষ্টি যেন মানুষের কাছ থেকে টাকা কামানোর জন্যই। বিপুল পরিমাণ অর্থের বিনিময়েও মানুষ চিকিৎসা পাচ্ছেন না। 

সকালে টিভিতে নিউজে দেখলাম, ইন্টার্ন চিকিৎসকের মাধ্যমে সুন্নতে খাতনা করাতে গিয়ে অতিরিক্ত এনেস্তেসিয়া দেওয়ার কারণে পাঁচ বছরের শিশু আয়ানের জ্ঞান আর ফিরে আসেনি। সাত দিন লাইফ সাপোর্টে থাকার পরে শিশুটি মারা যায়। দুইটি মজার বিষয় হচ্ছে, ইউনাইটেড হসপিটাল কর্তৃপক্ষ দায় চাপাচ্ছে ইউনাইটেড মেডিকেল কলেজের উপর। এ যেন বাবা বলছেন, দোষ আমার না আমার ছেলের। অন্যদিকে সাত দিন লাইফ সাপোর্টের প্রায় সাড়ে ছয় লক্ষ টাকা বিলও করেছে। সত্যিই সেলুকাস...

হয়তোবা টাকার কাছে অথবা অন্য কোন ঘটনার জন্য এটিও একদিন চাপা পড়ে যাবে। মানুষ কিছুদিন পরে ভুলে যাবে, কিন্তু হতভাগ্য মা-বাবা তাদের সন্তান হারানোর কথা কোনদিনও কি ভুলতে পারবে!!!

Sunday, January 7, 2024

আর তৎপর হও তোমাদের প্রভুর কাছ থেকে পরিত্রাণ লাভের জন্য এবং স্বর্গোদ্যানের জন্য যার বিস্তার হচ্ছে মহাকাশমন্ডল ও পৃথিবী জুড়ে...

۞ وَسَارِعُوٓاْ إِلَىٰ مَغۡفِرَةٍ مِّن رَّبِّڪُمۡ وَجَنَّةٍ عَرۡضُهَا ٱلسَّمَـٰوَٲتُ وَٱلۡأَرۡضُ أُعِدَّتۡ لِلۡمُتَّقِينَ 
আর তৎপর হও তোমাদের প্রভুর কাছ থেকে পরিত্রাণ লাভের জন্য এবং স্বর্গোদ্যানের জন্য যার বিস্তার হচ্ছে মহাকাশমন্ডল ও পৃথিবী জুড়ে -- তৈরী হয়েছে ধর্মপরায়ণদের জন্য, 

ٱلَّذِينَ يُنفِقُونَ فِى ٱلسَّرَّآءِ وَٱلضَّرَّآءِ وَٱلۡڪَـٰظِمِينَ ٱلۡغَيۡظَ وَٱلۡعَافِينَ عَنِ ٱلنَّاسِ   ۗ   وَٱللَّهُ يُحِبُّ ٱلۡمُحۡسِنِينَ 
যারা আল্লাহর রাস্তায় খরচ করে সচ্ছল অবস্থায় ও অসচ্ছল অবস্থায়, আর যারা ক্রোধ সংবরণকারী, আর যারা লোকজনের প্রতি ক্ষমাশীল। আর আল্লাহ্ সৎকর্মীদের ভালোবাসেন।

আল কোরআন, সূরা-আল ইমরান, আয়াত-১৩৩ & ১৩৪

“হুমাযাহ” এবং “লুমাযাহ” কারা?

মুখের উপর যারা ঠাস ঠাস করে কথা বলে বাহাদূরী করেন অথবা পিছনে কথা লাগিয়ে থাকেন তাদের জন্য এই লেখা: وَيْلٌ لِّكُلِّ هُمَزَةٍ لُّمَزَةٍ

যারা পিছনে কথা লাগায় বা সামনাসামনি অপমান (লাঞ্ছিত) করে — এদের সব শেষ হয়ে যায়।

আল্লাহতায়ালা কোরআন শরীফে "হুমাযাহ" নামে একটি সূরা নাজিল করেছেন। (সূরা - ১০৪)

“হুমাযাহ” হলো তারা, যারা:-
★ কারো পিছনে তার দোষ বলে বেড়ায়। 
★ কোথাও এর কথা ওর কানে লাগিয়ে বন্ধুবান্ধব, আত্মীয় বা মানুষদেরকে পরস্পরের বিরুদ্ধে লেলিয়ে দেয়। 
★ কোথাও চোগলখোরী করে মানুষের পারস্পরিক ঐক্যে ফাটল ধরায়।
★ কোথাও লোকদের নাম বিকৃত করে খারাপ নামে অভিহিত করে। 
★ কোথাও কথার খোঁচায় কাউকে আহত করে এবং কাউকে দোষারোপ করে।

রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আল্লাহর বান্দাদের মধ্যে নিকৃষ্টতম তারা, যারা পরোক্ষ নিন্দা করে, বন্ধুদের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করে এবং নিরপরাধ লোকদের দোষ খুঁজে ফিরে।” [মুসনাদে আহমাদ: ৪/২২৭]

“লুমাযাহ” হলো তারা, যারা:-
★ কাউকে সরাসরি লাঞ্চিত ও তুচ্ছ-তাচ্ছিল্য করে।  
★ কাউকে সরাসরি তাচ্ছিল্য ভরে কোনকিছু নির্দেশ করে (আঙুল, চোখ, মাথা বা ভ্রু দ্বারা) ।
★ কারও অবস্থান বা পদবি নিয়ে তাকে ব্যাঙ্গ করে। 
★ কারো বংশের নিন্দা করে বা বংশ নিয়ে কথা বলে। 
★ কাউকে হেয় প্রতিপন্ন করে কথা বলে, অপমান করে। 
★ কারও মুখের উপর তার সম্পর্কে বিরুপ মন্তব্য করে। 
★ সরাসরি বাজে কথা দিয়ে কাউকে আঘাত করে। 
★ কাউকে এমন কোনো কথা বললো যাতে আরেক জন কষ্ট পাবে।
★ কাউকে অসন্মান করে কথা বললো।

উপরোক্ত ব্যক্তিরাই মূলতঃ "লুমাযাহ" এর অন্তর্ভুক্ত। 

আমাদের আশপাশে অনেক মানুষ আছেন, যারা বুক ফুলিয়ে বলে থাকেন: 
> আমি উচিৎ কথা বলতে কাউকেই ছাড়ি না!
> আমি উচিৎ কথা মুখের উপর ঠাস ঠাস করে বলে দেই!
> আমি একদম স্ট্রেইট ফরোয়ার্ড! কাউকে পরোয়া করি না।
> যখন যা মনে আসে আমি সরাসরি বলে দেই।

আপনি গালাগাল সহ সরাসরি মুখের উপর সব বলে দেন। সবমহলে ঠোঁটকাটা স্বভাবের তথা ষ্পষ্টবাদী হিসেবে আপনি সুপরিচিত। আপনি সবাইকে একদম সামনেই ধুয়ে দেন এবং এটা নিয়ে আপনি বেশ গর্বও করেন।

কিন্তু আপনি কি জানেন (?) ইসলাম ধর্মে এটাকে কি বলে? ইসলাম ধর্মে এটাকেই "লুমাযাহ" বলা হয় ।

নবী (সাঃ) বলেছেন, "যার ভিতরে নম্রতা নেই, সে সকল কল্যাণ থেকে বঞ্চিত"।
আল্লাহ যাকে নম্রতা দিয়েছেন, তিনি দুনিয়ার সেরা নিয়ামত পেয়ে গেছেন।

এখন আমি হিসাব নিকাশ করে দেখি যে, আমি এর মধ্যে আছি কিনা? হয়তো আমিও হুমাযাহ এবং লুমাযাহ-এর অন্তর্ভুক্ত হয়ে থাকতে পারি। 

আমরা চেষ্টা করি নিজেকে এইসকল দূর্ভোগ থেকে বাঁচাতে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমীন।