Saturday, July 8, 2023

Tour at Red Sea Beach, Jeddah, Saudi Arabia

It was a very pleasant and charming tour at Red Sea Beach, Jeddah; especially for the valuable time as well as adorable hospitality from brother & ex-colleague Shohel Ahmed Mostafa Bhai

Friday, July 7, 2023

মসজিদ আল খাইফ, মিনা জিয়ারত...

"আল খাইফ" একটি আরবি শব্দ।  এর আক্ষরিক অর্থ বা বোঝায় "যা জলের স্রোতের উপরে উঠেছে এবং পাহাড়ের প্রস্থের সাথে ঝুঁকেছে।"  সহজ ভাষায়, আল খাইফ বলতে দুটি পাহাড়ের তলদেশের মধ্যবর্তী উঁচু জমিকে বোঝায়।  মসজিদ আল খাইফ হল একটি বিখ্যাত উপাসনার স্থান যা মিনার প্রান্তে আল-ধিবা'আ পর্বতের গোড়ায় অবস্থিত। মিনা তাঁবুর শহর নামেও পরিচিত।

বেশ কিছু নথিভুক্ত হাদিস এবং বর্ণনার ভিত্তিতে, মসজিদ আল খাইফ হল সেই জায়গা যেখানে হযরত মুসা (আঃ) এবং আমাদের নবীজি হযরত মুহাম্মদ (সাঃ) সহ ৭০ জন নবী নামাজ আদায় করেছিলেন, তাই এটিকে "নবীদের মসজিদ" নাম দেওয়া হয়েছে।

এখানে আমাদের নবীজি হযরত মুহাম্মদ (সাঃ) চূড়ান্ত হজ্জ করার সময় তার একটি ভাষণ দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ।

Dining at Makkah Food Court....

মসজিদ আল হারাম, মক্কা এর ঠিক পার্শ্ববর্তী কিছু ঐতিহাসিক স্থান জিয়ারত...

১. আমাদের নবীজি হযরত মুহাম্মদ (সাঃ)-এর দাদা আব্দুল মুত্তালিব এর বাড়ি - উনার বাড়িটি মসজিদ আল হারাম থেকে উত্তর পূর্বে অবস্থিত। বর্তমানে এটি লাইব্রেরী হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই স্থানটাই যে উনার বাড়ি এর কোন শক্তিশালী রেফারেন্স নেই; বরং অনেকটাই অনুমানের উপর ভিত্তি করে চিহ্নিত করা। 

২. সৌদি রাজ পরিবারসহ অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদের বাসভবন বিশেষ করে হজ্জ্ব এবং ওমরার জন্য মক্কাতে অবস্থানকালে। এটি মসজিদ আল হারামের পূর্ব দিকে অবস্থিত।

৩. জমজম কুপটি মসজিদ আল হারামের দক্ষিণ পূর্বে অবস্থিত। এটি জমজম কূপের একটি শাখা তৈরি করা হয়েছে, যা উত্তর পূর্বে অবস্থিত। 

৪. এটি হচ্ছে কুখ্যাত কাফের আবু জেহেলের বাড়ি, যা বর্তমানে হাজী সাহেবদের টয়লেট হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটি মসজিদ আল হারামের উত্তর-পূর্বে অবস্থিত।

৫. লাল তীর চিহ্নিত স্থানটিতে আইয়ামে জাহিলিয়াতের যুগে কন্যা সন্তানদের জীবন্ত কবর দেওয়া হতো। এটি মসজিদ আল হারামের পশ্চিমে অবস্থিত।

Sunday, July 2, 2023

মসজিদে নববী, মদিনায় "The International Fair and Museum of the Prophet's Biography and Islamic Civilization" ভ্রমণ...

প্রথমেই বলে রাখছি যেহেতু এখানে ছবি তোলা এবং ভিডিও করা সম্পূর্ণ নিষেধ, তাই ছবিগুলো আমি গুগল থেকে নিয়েছি।

এই মিউজিয়ামটি মসজিদে নববীর ঠিক দক্ষিণ পাশে অবস্থিত। এটি সম্পূর্ণ ডিজিটাল মিউজিয়াম। এই মিউজিয়ামটিতে কোরআন এবং হাদিসের রেফারেন্স অনুযায়ী, আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সালাম এর বংশ পরিচয়, আত্মীয়, স্ত্রী, কন্যা বাবা-মা, চাচা ইত্যাদি সহ অসংখ্য তথ্য রয়েছে। এমন কি উনি দেখতে কেমন ছিলেন, চেহারা গঠন কি ছিল, চোখের গঠন, চুল, দাড়ি, গায়ের রং, উনি কি কি খাবার পছন্দ করতেন আবার কি কি খাবার অপছন্দ করতেন, উনার ব্যবহৃত দ্রব্য ও  বিভিন্ন জিনিসপত্রের ডিজিটাল প্রতিকৃতি, তৎকালীন কাবা এবং মসজিদে নববীর আশেপাশের পরিবেশ ও বাড়ি-ঘরের থ্রিডি আর্কিটেকচারাল ভিউ। যেখানে নবীজির ঘর সহ, উনার প্রথম স্ত্রী বিবি খাদিজা (রাঃ) এর ঘর এবং বিভিন্ন সাহাবীদের ঘর চিহ্নিত করা আছে। 

আমি একটি জায়গায় লক্ষ্য করলাম, ইসলামে নারীদেরকে যে মর্যাদা এবং অধিকার দেওয়া হয়েছে তার ৫৭ টি চ্যাপ্টার রয়েছে, প্রতিটি চ্যাপ্টারে অনেকগুলো করে সেকশন ও  সাব-সেকশন রয়েছে। অথচ আমাদের সমাজে নারীরা খানিকটা অবহেলিত এবং অধিকার বঞ্চিত।

প্রায় শেষ প্রান্তে একটি ছোটখাটো থিয়েটার রয়েছে, এখানে ১০ মিনিটের মত একটি ডকুমেন্টারি ভিডিও রয়েছে যার বিষয়বস্তু হচ্ছে "সময়ের সাথে সাথে ইসলামিক সভ্যতার ক্রমবর্তিক পরিবর্তন"। 

সর্বশেষে একটি সেলস সেন্টার রয়েছে যেখানে আমাদের নবীজির জীবনী বা বায়োগ্রাফির উপর বিভিন্ন বই রয়েছে এবং তসবি, জায়নামাজ, কাবা শরীফের প্রতিকৃতি, ইত্যাদি রয়েছে। নির্দিষ্ট মূল্য পরিষদের মাধ্যমে আপনারা আপনাদের পছন্দের জিনিসগুলো ক্রয় করতে পারবেন। 

এই মিউজিয়ামটিতে প্রতিজনের এন্ট্রি ফি ৪০ সৌদি রিয়াল। আপনারা অনলাইনে ক্রেডিট কার্ডের মাধ্যমে টিকিট কিনতে পারবেন, সে ক্ষেত্রে আপনাদের এক একজনের ৪২ সৌদি রিয়াল লাগবে। 
টিকিট ক্রয় করার সময় আপনার গাইড এর ভাষা বা ল্যাঙ্গুয়েজের টাইমিং দেখে নিবেন এবং অবশ্যই ইংরেজি সিডিউল সিলেক্ট করবেন। অবশ্য যারা আরবি জানেন, তারা আরবি ভাষাতেও ভ্রমণটা সম্পূর্ণ করতে পারবেন।
প্রথমেই বলে রাখছি যেহেতু এখানে ছবি তোলা এবং ভিডিও করা সম্পূর্ণ নিষেধ, তাই ছবিগুলো আমি গুগল থেকে নিয়েছি।

এই মিউজিয়ামটি মসজিদে নববীর ঠিক দক্ষিণ পাশে অবস্থিত। এটি সম্পূর্ণ ডিজিটাল মিউজিয়াম। এই মিউজিয়ামটিতে কোরআন এবং হাদিসের রেফারেন্স অনুযায়ী, আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সালাম এর বংশ পরিচয়, আত্মীয়, স্ত্রী, কন্যা বাবা-মা, চাচা ইত্যাদি সহ অসংখ্য তথ্য রয়েছে। এমন কি উনি দেখতে কেমন ছিলেন, চেহারা গঠন কি ছিল, চোখের গঠন, চুল, দাড়ি, গায়ের রং, উনি কি কি খাবার পছন্দ করতেন আবার কি কি খাবার অপছন্দ করতেন, উনার ব্যবহৃত দ্রব্য ও  বিভিন্ন জিনিসপত্রের ডিজিটাল প্রতিকৃতি, তৎকালীন কাবা এবং মসজিদে নববীর আশেপাশের পরিবেশ ও বাড়ি-ঘরের থ্রিডি আর্কিটেকচারাল ভিউ। যেখানে নবীজির ঘর সহ, উনার প্রথম স্ত্রী বিবি খাদিজা (রাঃ) এর ঘর এবং বিভিন্ন সাহাবীদের ঘর চিহ্নিত করা আছে। 

আমি একটি জায়গায় লক্ষ্য করলাম, ইসলামে নারীদেরকে যে মর্যাদা এবং অধিকার দেওয়া হয়েছে তার ৫৭ টি চ্যাপ্টার রয়েছে, প্রতিটি চ্যাপ্টারে অনেকগুলো করে সেকশন ও  সাব-সেকশন রয়েছে। অথচ আমাদের সমাজে নারীরা খানিকটা অবহেলিত এবং অধিকার বঞ্চিত।

প্রায় শেষ প্রান্তে একটি ছোটখাটো থিয়েটার রয়েছে, এখানে ১০ মিনিটের মত একটি ডকুমেন্টারি ভিডিও রয়েছে যার বিষয়বস্তু হচ্ছে "সময়ের সাথে সাথে ইসলামিক সভ্যতার ক্রমবর্তিক পরিবর্তন"। 

সর্বশেষে একটি সেলস সেন্টার রয়েছে যেখানে আমাদের নবীজির জীবনী বা বায়োগ্রাফির উপর বিভিন্ন বই রয়েছে এবং তসবি, জায়নামাজ, কাবা শরীফের প্রতিকৃতি, ইত্যাদি রয়েছে। নির্দিষ্ট মূল্য পরিষদের মাধ্যমে আপনারা আপনাদের পছন্দের জিনিসগুলো ক্রয় করতে পারবেন। 

এই মিউজিয়ামটিতে প্রতিজনের এন্ট্রি ফি ৪০ সৌদি রিয়াল। আপনারা অনলাইনে ক্রেডিট কার্ডের মাধ্যমে টিকিট কিনতে পারবেন, সে ক্ষেত্রে আপনাদের এক একজনের ৪২ সৌদি রিয়াল লাগবে। 
টিকিট ক্রয় করার সময় আপনার গাইড এর ভাষা বা ল্যাঙ্গুয়েজের টাইমিং দেখে নিবেন এবং অবশ্যই ইংরেজি সিডিউল সিলেক্ট করবেন। অবশ্য যারা আরবি জানেন, তারা আরবি ভাষাতেও ভ্রমণটা সম্পূর্ণ করতে পারবেন।

Saturday, July 1, 2023

মসজিদে নববীর (মদীনা) ঠিক পার্শ্ববর্তী বেশ কিছু ঐতিহাসিক স্থান জিয়ারত...

১. মসজিদে গামামা - এটি মসজিদে নববীর ঠিক দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। এই মসজিদে আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সালাম ঈদের জামাত আদায় করেছিলেন এবং বৃষ্টির জন্য এই মসজিদে নামাজ পড়ে দোয়া করেছিলেন। 

২. এই মসজিদটি ছিল ইসলামের প্রথম খলিফা হযরত আবু বক্কর সিদ্দীক (রাঃ) এর বাড়ি। এটি মসজিদের গামামা-এর ঠিক পশ্চিম দিকে অবস্থিত। 

৩. দূরে লাল গোল চিহ্নিত সাদা মসজিদটি হচ্ছে ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান বিন আফফান (রাঃ) এর বাড়ি। এটি মসজিদ নববী থেকে সামান্য দূরে দক্ষিণ দিকে অবস্থিত।

৪. এই মসজিদটি হচ্ছে ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী (রাঃ) এর বাড়ি। এটি মসজিদে নববীর পশ্চিমে অবস্থিত।

৫. খেজুর বাগান যেখানে এসে জিব্রাইল (আঃ) আমাদের নবীজির সাথে দেখা করতেন - এই খেজুর বাগানটি মসজিদে নববীর ঠিক উত্তর-পশ্চিমে অবস্থিত।

Strongly condemn and protest the abominable incident of burning the Holy Quran outside the Central Mosque in Stockholm, the capital of Sweden.

Strongly condemn and protest the abominable incident of burning the Holy Quran outside the Central Mosque in Stockholm, the capital of Sweden.

Bangladesh has expressed deep concern over such heinous acts of insulting the sacred values ​​and religious symbols of Muslims in the name of 'freedom of expression'.

Bangladesh has once again called on all concerned to stop such unwanted provocations for the sake of harmony and peaceful coexistence.