سَوَآءٌ عَلَيۡهِمۡ أَسۡتَغۡفَرۡتَ لَهُمۡ أَمۡ لَمۡ تَسۡتَغۡفِرۡ لَهُمۡ لَن يَغۡفِرَ ٱللَّهُ لَهُمۡ ۚ إِنَّ ٱللَّهَ لَا يَہۡدِى ٱلۡقَوۡمَ ٱلۡفَـٰسِقِينَ
তুমি তাদের (মুনাফিকদের) জন্য ক্ষমা প্রার্থনা কর অথবা তাদের (মুনাফিকদের) জন্য ক্ষমা প্রার্থনা নাই কর -- এ তাদের (মুনাফিকদের) জন্য একসমান। আল্লাহ্ কখনো তাদের (মুনাফিকদের) ক্ষমা করবেন না। নিশ্চয় সত্যত্যাগী লোকদলকে আল্লাহ্ সৎপথে চালান না।
আল-কোরআন, সূরা-মুনাফিকুন (৬৩), আয়ত-৬