Monday, August 15, 2022

আমাদের জীবনের মূল্য এবং জান্নাতের বাতাস...

সব কিছুরই দাম বাড়ছে, কেবল কমছে মানুষের জীবনের দাম... বলতে গেলে কোন মূল্যই নাই...

কি আর করবেন, আসুন সবাই মিলে জান্নাতের বাতাস খাই...

Journey by Rikshaw...

Monday, August 8, 2022

রেজিস্ট্রেশন করুন ‘ইয়ুথ আইজিএফ বাংলাদেশ অ্যাম্বেসেডর প্রোগ্রাম ২০২২’

রেজিস্ট্রেশন করুন ‘ইয়ুথ আইজিএফ বাংলাদেশ অ্যাম্বেসেডর প্রোগ্রাম ২০২২’
আগামী ২৬ এবং ২৭ আগস্ট, ২০২২ তারিখে ২য় ইয়ুথ আইজিএফ বাংলাদেশ বা ইয়ুথ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম বাংলাদেশ ২০২২ ঢাকাতে অনুষ্ঠিত হবে।    
ইয়ুথ আইজিএফ বাংলাদেশ বা ইয়ুথ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম বাংলাদেশ হচ্ছে, বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম (বিআইজিএফ)’র অধীনে জাতিসংঘের ইন্টারনেট গভর্নেন্স ফোরাম(ইউএনআইজিএফ)’র সাথে সম্মিলিত একটি কার্যক্রম। যেখানে বাংলাদেশের তরুণদের ইন্টারনেট গভর্নেন্স ও তথ্যপ্রযুক্তির বিভিন্ন বিষয়ে সচেতন করা ও তাদের সাথে বিশ্বের বিভিন্ন তথ্যপ্রযুক্তিবিদ আলোচনা এবং জ্ঞান বিনিময় করার দারুণ এক উদ্যোগ। ইয়ুথ আইজিএফ বাংলাদেশের মিশন এবং উদ্দ্যেশ্য হলো, ইন্টারনেট প্রশাসনে টেকসই ভবিষ্যতের জন্য গঠনমূলক ব্যস্ততা ও ক্ষমতায়নের জন্য বাংলাদেশী তরুণদের একটি নতুন প্রজন্মকে প্রস্তুত এবং অনুপ্রাণিত করা। সুরক্ষিত ইন্টারনেট প্ল্যাটফর্ম তৈরির জন্য বাংলাদেশী যুব সম্প্রদায় এবং বহু-অংশীদারদের একত্রিত করে মূল্যবোধ, সহযোগিতা, সহযোগিতা এবং পারস্পরিক বোঝাপড়া। আমাদের যুবকদের ইন্টারনেট ভিত্তিক উদীয়মান প্রযুক্তি, উদ্ভাবন, প্রবণতা পরিবর্তন এবং সোশ্যাল মিডিয়া ক্রিয়াকলাপ ইত্যাদির চ্যালেঞ্জ নিতে প্রস্তুত করুন। 

ইয়ুথ আইজিএফ বাংলাদেশের মাধ্যমে আমাদের যুবকদের জাতীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক ইন্টারনেট পরিচালনায় অবদান রাখতে এবং সেই আন্দোলনের অংশ হতে হবে যা ইন্টারনেট বাস্তুতন্ত্রে যুবকদের অংশগ্রহণ বাড়াতে সহায়তা করে।


আপনি কি ইয়ুথ আইজিএফ বাংলাদেশ অ্যাম্বেসেডর প্রোগ্রাম ২০২২ তে অংশগ্রহণ করতে আগ্রহী ? 

আপনার বয়স যদি ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হয় এবং আপনি যদি বাংলাদেশে বসবাস করেন ও নাগরিক হন, তাহলে বাংলাদেশের ৬৪ জেলার যেকোন একটির জেলার ‘ইয়ুথ আইজিএফ বাংলাদেশ অ্যাম্বেসেডর ২০২২’ হতে পারবেন। 


• আপনার জেলা,শহর বা সমাজে কি তরুণদের মাঝে ইন্টারনেট গভর্নেন্স বা আইজি সম্পর্কিত বিষয় আপনার অর্জিত জ্ঞান তাদের সাথে বিনিময় করতে পারবেন ? 

• আপনি কি ইন্টারনেট গভর্নেন্স জগতের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের কাছ থেকে তথ্যপ্রযুক্তি বিষয়ে ট্রেনিং নিতে আগ্রহী ? 

• ইয়ুথ আইজিএফ বাংলাদেশ প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রযুক্তি বিষয়ে আপনার কথাগুলো সবার কাছে উপস্থাপন করতে চান ? 


কেন ‘ইয়ুথ আইজিএফ বাংলাদেশ অ্যাম্বেসেডর ২০২২’ হবেন 
• বিভিন্ন ট্রেনিং ও ইন্টারনেট গভর্নেন্স সম্পর্কিত বিষয়ে দিক নির্দেশনা পাবেন। 
 
• আপনার জ্ঞানের পরিধি অন্যসকল তরুণ এবং সমাজের মানুষের কাছে আলোচনার মাধ্যমে উপস্থাপনের সুযোগ পাবেন। 

• বিশ্বের বিভিন্ন নেতৃস্থানীয় তথ্যপ্রযুক্তিবিদদের নিকট থেকে তথ্যপ্রযুক্তি বিষয়ে আপনার দক্ষতা বৃদ্ধির সুযোগ পাবেন, যা আপনার সমাজ এবং শহরের জীবনে গুরুত্ব থাকে। 
 
• ইন্টারনেট গভর্নেন্স কমিউনিটির সাথে কাজ করার সুযোগ পাবেন। 

• ইন্টারনেট গভর্নেন্স সম্পর্কিত বিভিন্ন বিষয়ে প্রতিনিয়ত নতুন তথ্য ও খবর জানতে পারবেন।  
 
‘ইয়ুথ আইজিএফ বাংলাদেশ অ্যাম্বেসেডর ২০২২’ হতে আগ্রহীদের যে যোগ্যতা থাকতে হবে  

• ইংরেজি এবং বাংলা উভয় ভাষাতে আপনাকে দক্ষ হতে হবে 

• ইন্টারনেট গভর্নেন্স বা আইজি সম্পর্কিত বিষয়ে আপনাকে আগ্রহী হওয়া

• আপনার জেলা কিংবা শহরে প্রোগ্রাম অনুষ্ঠিত করার দক্ষতা থাকা  

• পাবলিক স্পিকিং বা মানুষের সামনে কথা বলার দক্ষতা 

• সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ইন্টারনেট গভর্নেন্স বা আইজি সম্পর্কিত বিষয় শেয়ার করতে হবে 

• ভার্চুয়াল মিটিং কিংবা ওয়েবিনারে অংশগ্রহণ করা 

 
‘ইয়ুথ আইজিএফ বাংলাদেশ অ্যাম্বেসেডর প্রোগ্রাম ২০২২’ আবেদন করতে ফর্ম পূরণ করুন : https://youth.bangladeshigf.org/ambassador.html
আবেদন শুরুর তারিখ : ২৬ জুন, ২০২২
আবেদন শেষ তারিখ : ১৭ আগস্ট, ২০২২ 
ফলাফল প্রকাশের তারিখ : ১৯ আগস্ট, ২০২২  

যোগাযোগের ঠিকানা : 
‘ইয়ুথ আইজিএফ বাংলাদেশ অ্যাম্বেসেডর প্রোগ্রাম ২০২২’ সম্পর্কিত কোন তথ্য জানতে চাইলে আমাদের ই-মেইল কিংবা ফোন করতে পারেন। 
ই-মেইল ঠিকানা :  youthigfbangladesh@gmail.com 
ফোন নম্বরঃ   +8809696936241


#youthigfbangladesh

Sunday, July 31, 2022