Tuesday, October 21, 2025

শেষ যামানায় ব্যাপক হত্যাযজ্ঞ (ফিতনা) ঘটবে...

নবী করীম ﷺ ভবিষ্যদ্বাণী করেছেন যে, শেষ যামানায় ব্যাপক হত্যাযজ্ঞ (ফিতনা) ঘটবে — যেখানে মানুষ মানুষকে হত্যা করবে, কিন্তু কেউই বুঝবে না কেন হত্যা করছে বা কেন নিহত হচ্ছে।

হাদীস:
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ:
قَالَ رَسُولُ اللَّهِ ﷺ:

> "وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَيَأْتِيَنَّ عَلَى النَّاسِ زَمَانٌ لَا يَدْرِي الْقَاتِلُ فِيمَ قَتَلَ، وَلَا الْمَقْتُولُ فِيمَ قُتِلَ"
قِيلَ: وَكَيْفَ يَكُونُ ذَلِكَ؟
قَالَ: "الْهَرْجُ، الْقَاتِلُ وَالْمَقْتُولُ فِي النَّارِ"

অনুবাদ:
আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন—
রসূলুল্লাহ ﷺ বলেছেনঃ “যার হাতে আমার প্রাণ, তাঁর কসম! এমন এক সময় মানুষের উপর আসবে, যখন হত্যাকারী জানবে না কেন সে হত্যা করছে, আর নিহত ব্যক্তিও জানবে না কেন তাকে হত্যা করা হচ্ছে।”

লোকেরা জিজ্ঞাসা করলঃ “এটা কিভাবে সম্ভব, হে রসূলুল্লাহ?”
তিনি বললেনঃ “সেই সময়ে ‘হারজ’ (অর্থাৎ ব্যাপক হত্যাযজ্ঞ ও বিশৃঙ্খলা) দেখা দেবে। হত্যাকারী ও নিহত উভয়েই জাহান্নামী হবে।”

সূত্র: সহীহ মুসলিম, হাদীস নম্বর: ২৯০৮

একই বিষয় সহীহ বুখারীতেও ইঙ্গিত পাওয়া যায় (বুখারী, কিতাবুল ফিতান, হাদীস নং ৭০৬৫)

ব্যাখ্যা:
এই হাদীসটি শেষ যামানার এক বড় ফিতনা বা বিশৃঙ্খলার ইঙ্গিত দেয়—যেখানে যুদ্ধ, সন্ত্রাস, দাঙ্গা, এবং গোষ্ঠীগত সংঘর্ষ এতই বৃদ্ধি পাবে যে, মানুষ অন্ধভাবে হত্যা করবে; কোনো ন্যায়, কারণ বা উদ্দেশ্য থাকবে না।